IRCTC Ayodhya Tour: থাকা, খাওয়ার চিন্তা নেই! এবার কম খরচে আইআরসিটিসি ঘোরাবে রাম মন্দির সহ গয়া, বেনারস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন রাম মন্দির দর্শনের অপেক্ষায়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যখন রাম মন্দির দর্শনের জন্য মুখিয়ে রয়েছেন ঠিক সেই সময় আইআরসিটিসি একটি ট্যুর প্ল্যানের (IRCTC Ayodhya Tour) ঘোষণা করল।

আইআরসিটিসির তরফ থেকে ঘোষণা করা এই ট্যুর প্ল্যানের হাত ধরে পর্যটকরা কোনরকম চিন্তা ছাড়াই ভ্রমণ করতে পারবেন অযোধ্যা সহ বিভিন্ন জায়গা। এই প্যাকেজের মধ্য দিয়ে যে সকল পর্যটকরা ঘুরতে যাবেন তাদের যাওয়া আসা, থাকা-খাওয়া এসব কোন কিছু নিয়েই চিন্তা করতে হবে না। কেবলমাত্র টাকা দিয়েই শান্তি। বাকি সমস্ত ব্যবস্থা করে ফেলবে আইআরসিটিসি।

আইআরসিটিসির তরফ থেকে এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে HOLY AYODHYA WITH GAYA, KASHI & PRAYAGRAJ EX BENGALURU। প্যাকেজের নাম শুনেই বোঝা যায়, পবিত্র নগরী অযোধ্যা ছাড়াও আপনি এই প্যাকেজের হাত ধরে ঘুরতে পারবেন গয়া, কাশী, প্রয়াগরাজ, সারনাথ সহ বিভিন্ন জায়গা। এই প্যাকেজের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে আগামী ২৫ মার্চ এবং তা চলবে ৩০ মার্চ পর্যন্ত। মোট পাঁচ রাত ও ছয় দিনের ট্যুর।

আরও পড়ুন 👉 বাংলা থেকে কিভাবে সহজেই পৌঁছাবেন অযোধ্যার রাম মন্দির! খরচ কত পড়বে!

এই প্যাকেজের মধ্য দিয়ে যাত্রীদের বিমানে করে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া হবে। যাত্রা শুরু হবে বেঙ্গালুরু থেকে এবং বারাণসী হয়ে ফের বেঙ্গালুরুতে যাত্রা শেষ হবে। হোটেলে থাকা থেকে শুরু করে টিফিন সহ লাঞ্চ, ডিনার সমস্ত কিছু এই প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে। সুতরাং আলাদা করে আর পর্যটকদের কিছু খরচ করার প্রয়োজন হবে না।

এই প্যাকেজের মধ্য দিয়ে পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে ৩২ হাজার ৯৯০ টাকা। যাত্রার প্রথম দিন ব্যাঙ্গালুরু থেকে পর্যটকদের আনা হবে বারাণসী। সেখানে হোটেলে পৌঁছে দেওয়ার পর পরদিন বুদ্ধ গয়া দেখানো হবে এবং সেখানেই কাটবে রাত। তৃতীয় দিনে গয়ার বিষ্ণুপদ মন্দিরে পুজো দেওয়ার পর আনা হবে বেনারস। চতুর্থ দিনে ঘুরিয়ে দেখানো হবে কাশি বিশ্বনাথ মন্দির ও অন্নপূর্ণা মন্দির। পঞ্চম দিনে পর্যটকদের নিয়ে যাওয়া হবে অযোধ্যা এবং ষষ্ঠ দিনে অযোধ্যার মন্দিরের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে। প্রয়াগরাজ্যে রাত্রি বাস করার পর সপ্তম দিনে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ ফোর্ট, পাতালপুরি ঘুরিয়ে ফের আনা হবে বেনারসে। তারপর সেখান থেকে আবার বেঙ্গালুরু।