Golden job opportunity has in Garden reach Shipbuilders & Engineers Limited: আপনিও কি অনেকদিন ধরে যোগ্য চাকরি খুঁজছেন? তাহলে আর অপেক্ষা করতে হবে না আপনার জন্য আছে দুর্দান্ত সুখবর! সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি চাকরির বিজ্ঞপ্তি যা খুলে দিতে পারে আপনার ভাগ্য। আজকের প্রতিবেদনে সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (Garden Reach Shipbuilders Recruitment) আছে চাকরির সুবর্ণ সুযোগ, আসলে এটি হলো একটি যুদ্ধ জাহাজ নির্মাণকারী সংস্থা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইন এবং অফলাইন দুভাবে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদন করতে গেলে বয়সসীমা কেমন থাকতে হবে? পোস্টগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে ২৬ বছর। সরকারি নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই সংরক্ষিত ক্যাটেগরি অর্থাৎ SC বা ST প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। বিজ্ঞপ্তিতে তা বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এই সংস্থার (Garden Reach Shipbuilders Recruitment) নির্দিষ্ট পদগুলোতে আবেদন করতে গেলে দশম উত্তীর্ণ হতে হবে অবশ্যই। বিজ্ঞপ্তি অনুসারে আপনার অবশ্যই পেশাগত ডিগ্রির প্রয়োজন।
এই সংস্থার (Garden Reach Shipbuilders Recruitment) তরফ থেকে কোন কোন পদে চাকরি দেওয়া হবে আসুন এক নজরে দেখে নিই। বিজ্ঞপ্তি অনুসারে, মোট বারোটি পোস্টে নিয়োগ করা হবে এবং শূন্য পথ হল ৫০ টি। উল্লেখযোগ্য পদগুলি হল, জার্নিম্যান (স্ট্রাকচারাল ফিটার), জার্নিম্যান (ক্রেন অপারেটর), জার্নিম্যান (মেশিন অপারেটর), জার্নিম্যান (ফিটার) ও জার্নিম্যান (ওয়েল্ডার)। পাশাপাশি আরও পদ রয়েছে যেমন জার্নিম্যান (মেশিনিস্ট), জার্নিম্যান (পাইপ ফিটার), জার্নিম্যান (রিগার), জার্নিম্যান (ড্রাইভার মেটিরিয়াল হ্যান্ডলিং), জার্নিম্যান (ইলেক্ট্রনিক মেকানিক) এবং জার্নিম্যান (ডিজেল মেকানিক) ইত্যাদি পদে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন ? Kolkata Airport Recruitment: কাজ শেখাও হবে, রোজগারও হবে! বড় সুযোগ দিচ্ছে কলকাতা বিমানবন্দর
সংস্থার (Garden Reach Shipbuilders Recruitment) নির্দিষ্ট পদগুলোতে বেতন কেমন পাওয়া যাবে জানেন কি? বেতনের ক্ষেত্রে কিছু তারতম্য লক্ষ্য করা যায়। যেমন ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া, সেমিস্কিলড গ্রেডে সবাইকে নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা চাকরি পাবেন তাদের দু’বছরের প্রশিক্ষণ নিতে হবে। কিন্তু প্রশিক্ষণ চলাকালীন নিয়োগপ্রার্থীদের অবশ্যই বেতন দেওয়া হবে। প্রথম বছরে ২৪ হাজার টাকা ও দ্বিতীয় বছরে ২৬ হাজার টাকা পাবেন। প্রশিক্ষণের সময় নজর রাখা হবে পারফরমেন্সের উপর এবং তার উপর নির্ভর করেই স্থায়ী পোস্ট পাবেন প্রার্থীরা।
উপরিউক্ত পোস্টগুলোতে কিভাবে আবেদন করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াকে তা জানতে গেলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন। ইচ্ছুক প্রার্থীরা অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করার জন্য ওয়েবসাইটে আপলোড করতে হবে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ কিছু নথির স্ক্যান কপি। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদনের ফি ৪৭২ টাকা। অনলাইনে আবেদন করতে গেলে শেষ তারিখ হলো ১৯ ফেব্রুয়ারি। অফলাইনে আবেদন করার জন্য আবেদন করতে হবে ২৪ তারিখ পর্যন্ত। গার্ডেনরিচ শিপবিল্ডার্স কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই পোস্টগুলিতে পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা এবং পরে প্র্যাক্টিক্যাল এগজাম হবে। সেখানে উত্তীর্ণ হলে যাচাই করা হবে শারীরিক সক্ষমতা। সবদিক থেকে সফল হলে তবেই মিলবে প্রশিক্ষণের জন্য নিয়োগ পত্র।