Kolkata Airport Recruitment: কাজ শেখাও হবে, রোজগারও হবে! বড় সুযোগ দিচ্ছে কলকাতা বিমানবন্দর

Kolkata Airport offers great opportunity to learn work and earn: বিমানবন্দরে কাজ করার ইচ্ছা অনেকের মধ্যেই থাকে কিন্তু তার সঠিক সময় পূরণ হতে পারে না। রাজ্যবাসীদের কাছে সামনেই আছে দুর্দান্ত সুযোগ তাই এই সুযোগকে কোনভাবেই হাতছাড়া করা যাবে না। যেসব প্রার্থীরা ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা AAI তে। শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata Airport Recruitment)এবং প্রত্যেক মাসে পেয়ে যান যথাযথ পারিশ্রমিক। যারা বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই পড়ুন আজকে প্রতিবেদনটি।

প্রতিবেদনের শুরুতেই আমাদের জেনে নিতে হবে মোট কটি শূন্য পদ আছে এখানে। মোট ৩০ জনকে নিয়োগ করা হবে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport Recruitment) শিক্ষানবিশ হিসেবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে AAI কর্তৃপক্ষ। যাদের নিয়োগ করা হবে তারা সুযোগ পাবে এক বছর কাজ শেখার। বিভিন্ন দপ্তরে তারা শিক্ষানবিশ হিসাবে কাজ করার সুযোগ পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দফতরের ট্রেড শিক্ষনবিশির সুযোগ সবচেয়ে বেশি। এতে শূন্যপদ রয়েছে মোট সাতটি। একটি নির্দেশিকায় আপনি বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। 1961-র শিক্ষানবিশ আইনের অধীনে নিয়োগ প্রার্থীদের এই ট্রেনিং দেবে AAI কর্তৃপক্ষ। যেসব প্রার্থীরা স্নাতক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ITI উত্তীর্ণ তারাই বিমানবন্দরে শিক্ষানবিশির সুযোগ পাবেন।

এই পদের জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হয় আসুন জেনে নিই। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার তারতম লক্ষ্য করা যায়। এমন কয়েকটি পদ রয়েছে যাতে চার বছরের ইঞ্জিনিয়ারিং এর স্নাতকের ডিগ্রি অবশ্যই থাকতে হবে। অন্যদিকে আবার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা উত্তীর্ণরা কিছু কিছু পরে আবেদনের জন্য যোগ্য হবেন। এছাড়া ITI-র ট্রেডের শংসাপত্র থাকলে শিক্ষানবিশির জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন 👉 UCO Bank Recruitment: সরকারি ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইউকো ব্যাঙ্ক

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport Recruitment) শিক্ষানবিশির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স সীমা কত হতে হবে তা অবশ্যই জেনে নেওয়া দরকার। সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ হতে হবে ২৬ বছর। যখনই আপনি অনলাইনে আবেদন করবেন সমস্ত প্রমাণপত্র সঠিকভাবে জমা দিতে হবে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Kolkata Airport Recruitment) শিক্ষানবিশদের তিন ধরনের পারিশ্রমিক দেবে। কয়েকটি পদের জন্য প্রার্থীদের পারিশ্রমিক মিলবে মাসে ১৫ হাজার টাকা। অন্যদিকে কিছু পোস্টে মাসে ১২ থেকে ৯ হাজার টাকা দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন রকম পরীক্ষা নেওয়া হবে না। অনলাইনে ইন্টারভিউর সঠিক তারিখ দিয়ে দেওয়া হবে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।