Sony-Zee Merger: কারও পৌষ মাস, কারও সর্বনাশ! SONY-ZEE-র কেলেঙ্কারিতে কোটি কোটি টাকার লাভের মুখ দেখবেন আম্বানি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mukesh Ambani will see profit as Sony-Zee Merger is cancelled: এন্টারটেইনমেন্টের দুনিয়াতে সম্প্রতি ঘটে গেল বিশাল পরিবর্তন। অবশেষে ভেঙে গেলো সোনি পিকচার্সের (Sony Pictures) সঙ্গে জি এন্টারটেইনমেন্টের (Zee Entertainment) চুক্তি। দুই বছর ধরে চলছিল যার জল্পনা সেটাই সত্যি হলো চলতি সপ্তাহের সোমবার, বাতিল হয়ে গেলো এই চুক্তি (Sony-Zee Merger)। চুক্তি ভাঙ্গার পর বিশাল ক্ষতির সম্মুখীন হলো জি গ্রুপ, পড়ে গেলো কোম্পানির শেয়ার। কিন্তু এই ভাঙনের ফলে কার সবথেকে বেশি লাভ হলো আন্দাজ করতে পারেন কি?

Advertisements

কিভাবে লাভবান হলো রিলায়েন্স গোষ্ঠী? তারা কি এই চুক্তির (Sony-Zee Merger)অংশ ছিল কখনো? আজকের প্রতিবেদনে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিস্তৃতি বর্তমানে ভারতের সর্বত্র। ফ্যাশন থেকে শুরু করে টেলিকম সব জায়গাতেই বাণিজ্য ছড়িয়েছে এই কোম্পানি। ভারত তথা বিশ্বের ধনীতম শিল্পপতিদের মধ্যে একজন হলেন তিনি।

Advertisements

দেশের অন্যতম বড় সংবাদ ও বিনোদন নেটওয়ার্ক হলো রিলায়েন্সের অধীনে থাকা ভায়াকম ১৮। সূত্র মারফত জানা যায় যে, জি ও সোনির চুক্তি (Sony-Zee Merger) ভাঙ্গার ফলে সেখানেই ভায়াকম ১৮ ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এতে আখেরে লাভ হলো রিলায়েন্সের এবং এরইমধ্যে দুই সংস্থার মধ্যে মউ স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে আসলে ভায়াকম ১৮-র কাছে স্টার নেটওয়ার্কের সমস্ত চ্যানেল এবং ডিজনি + হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের মালিকানার অধিকার থাকবে।

Advertisements

আরও পড়ুন ? Reliance Disney Deal: ঘুম উড়ছে অ্যামাজন প্রাইম থেকে জি-ফাইভের! সব থেকে বড় ডিল করতে চলেছেন আম্বানি

যদি সোনি ও জি এন্টারটেইনমেন্টের চুক্তি (Sony-Zee Merger) সম্পন্ন হতো তাহলে এটি দেশের বৃহত্তম মিডিয়া নেটওয়ার্ক এ পরিণত হতো। আমরা সবাই জানি জি-র অধীনে রয়েছে Zee5-র মতো ওটিটি প্ল্যাটফর্ম আবার সোনি লিভ (Sony Liv) এর মত ওটিটি প্ল্যাটফর্মও আছে। একবার যদি দুই সংস্থা একজোট হয়ে যেতো তাহলে ওটিটি দুনিয়ায় একচেটিয়া রাজত্ব করতে পারত জি-সোনি।

কিন্তু ভায়াকম ১৮ ও ডিজনির মধ্যে যদি এই চুক্তি সম্পন্ন হয় তাহলে নবনির্মিত এই কোম্পানির মোট ১১৫টি টিভি চ্যানেল এবং ২টি ওটিটি প্ল্যাটফর্ম থাকবে। আবার স্টার ইন্ডিয়ার ৭৭টি চ্যানেল এবং ভায়াকম ১৮-এর ৩৮টি চ্যানেল রয়েছে। এর পাশাপাশি মানুষকে খেলার জগৎ সম্পর্কে অবগত করার জন্য এগিয়ে এসেছে অম্বানী। এবার জিয়ো টিভিতে বিনামূল্যে দেখা যাবে আইপিএলের সম্প্রচার। ডিজনির সঙ্গে এই চুক্তি হলে ইএসপিএন-এর মালিকানা স্বত্ব পাবে। এর সঙ্গে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলও চুক্তির অধীনে আসবে।

Advertisements