Standard Chartered India Bank has changed the rules for paying EMIs through credit cards in February: অবশেষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া ব্যাঙ্ক ঘোষণা করলো ক্রেডিট কার্ড -এর (Credit Card) ইএমআই লেনদেনের উপর চার্জ করা হবে ১ শতাংশ। এই পদ্ধতিকে ব্যাংকের ভাষায় বলা হয় ওয়ান টাইম প্রসেসিং ফি। যারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া ব্যাঙ্ক এর গ্রাহক তাদের মিলবে কিছু সুযোগ। ফেব্রুয়ারি মাস থেকেই চালু হবে এই পরিষেবা। কি কি সুবিধা মিলবে এতে জানতে হলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন।
যারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড এর (Credit Card) হোল্ডার তাদের উদ্দেশ্যে ব্যাংক এর তরফ থেকে বলা হয়েছে যে, তারা চাইলে কার্ডে তাঁদের বকেয়া টাকাকে EMI এর মাধ্যমেও দিতে পারে। যদি বকেয়া টাকা EMI হিসেবে রূপান্তর করা হয় তাহলে সব ব্যালেন্সের উপর ১ শতাংশ প্রসেসিং চার্জ নেওয়া হবে। এই সিদ্ধান্ত চালু হবে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে। এই ফি EMI রূপান্তরের সুদের চার্জের উপরে হবে।
এমনকি গ্রাহকদের উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া ব্যাঙ্কের তরফ থেকে মেসেজও পাঠানো হয়েছে। কি বলা হয়েছে সেই মেসেজে? আসুন চটজলদি জেনে নিই। মেসেজে জানানো হয়েছে যে, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ডের (Credit Card)ব্যালেন্স EMI- তে ট্রান্সফার করা হবে যারফলে প্রসেসিং ফি চার্জ করা হবে ১ শতাংশ পর্যন্ত।
আরও পড়ুন ? CVV: ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পিছনে থাকা CVV এর আসল অর্থ কী! জানেন না অধিকাংশরাই
একথা সত্যি যে, বর্তমানে ক্রেডিট কার্ডের ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার জন্য কিছু ব্যবস্থা নেওয়া অবশ্য প্রয়োজনীয়। এমন কিছু ব্যক্তি আছেন যারা রিওয়ার্ড পয়েন্টের লোভে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। যদি সঠিক ভাবে ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করতে পারেন সেটা নিঃসন্দেহে ফলদায়ক হবে।
শুধুমাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া ব্যাঙ্ক নয় ডিসেম্বর মাসে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। HDFC-এর রেগালিয়া ক্রেডিট কার্ড এবং মিলেনিয়া ক্রেডিট কার্ডের নিয়মে আমূল বদল আনা হয়েছে। যাদের রেগালিয়া ক্রেডিট কার্ড এবং মিলেনিয়া ক্রেডিট কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তারার যদি বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস ব্যবহার করতে চান প্রতি ত্রৈমাসিকে কমপক্ষে ১ লাখ টাকা বা তার বেশি খরচ করতে হবে। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বাদ দিয়েও, Axis ব্যাঙ্ক সিলেক্ট- এর ক্রেডিট কার্ড, SBI প্রাইম ক্রেডিট কার্ড, SBI এলিট ক্রেডিট কার্ড ও ইয়েস ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস ব্যবহারের সুযোগ রয়েছে।