Blanket Cleaning Tips: শীত চলে গেলে লেপ, কম্বল তুলে দিলাম বললেই চলবে না, মাথায় রাখতে হবে এই ৪ বিষয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Remember these 4 tips during blanket cleaning: জানুয়ারি মাসের শেষের দিকে শীত বেশ জাঁকিয়েই পড়েছিল। কিন্তু এবার শীতের বিদায় নেওয়ার পালা। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্য জুড়ে ধীরে ধীরে অনুভূত হচ্ছে গরমের আমেজ। দিনের বেলা কিছুটা গরম এবং রাতের বেলা ঠান্ডা। এরকম আবহাওয়া এখন অনুভব করছেন রাজ্যবাসী। আর কিছু দিনের মধ্যেই আবার এক বছরের জন্য বাক্সবন্দী করে রাখতে হবে এ বছরের শীতের জন্য বের করা লেপ, কাঁথা ও কম্বল। তবে এ গুলো তুলে রাখার আগে অবশ্যই জেনে নিন যত্ন নিয়ে শীতের কম্বল পরিষ্কার উপায় (Blanket Cleaning Tips)। অন্যথায় আগামী বছর এগুলি গায়ে দেওয়ার আগে নষ্ট হয়ে যাবে।

Advertisements

১) অনেকেই শীতকালে গায়ে দেওয়ার জন্য শিমুল তুলোর লেপ ব্যবহার করেন। এগুলি অত্যন্ত গরম এবং টেকসইও হয়। তবে সঠিক ভাবে যত না নিলে শিমুল তুলোর লেপ টিকিয়ে রাখা যায় না। শিমুল তুলোর লেপ কখনো ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায় না। তা করলে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শিমুল তুলোর লেপকে শুধু রোদে দিয়েই ব্যবহার করতে হয়। তবে এই লেপের জন্য যে কভার ব্যাবহার করা হয় তা মাঝে মাঝে ধুয়ে দিতে হবে। তাহলেই লেপটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে (Blanket Cleaning Tips)। লেপ আগামী বছরের জন্য সুন্দর করে তুলে রাখতে হলে ভাঁজ করে শীতের কাপড় রাখার জায়গায় রেখে দিতে হবে। সেই সঙ্গে ন্যাপথোলিন ও দিয়ে রাখতে হবে। এতে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাবে লেপটি। এছাড়াও নিম পাতা বা কালোজিরা ছোট কাপড়ের পুঁটলি তে বেঁধে রেখে দিলেও পোকা মাকড়ের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

Advertisements

২) শীতকালে অল্প ঠান্ডায় ব্যবহার করার পাতলা বা হালকা মোটা কাঁথা গুলি যে কোনো লন্ড্রিতে বা ঘরে হ্যান্ড ওয়াশ করা যায় (Blanket Cleaning Tips)। ঘরে এটি ধুয়ে নিতে চাইলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে হাতে কেচে ধুয়ে ফেলতে হবে। কাঁথার ভাঁজে ভাঁজে ন্যাপথলিন, নিমপাতা বা কালোজিরা তাহলে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

Advertisements

আরও পড়ুন ? Celling Fan Cleaning Hacks: খালি প্লাস্টিকের বোতল দিয়ে সিলিং ফ্যান পরিষ্কার! অবাক লাগছে? ভিডিওতে দেখুন

৩) অনেকেরই ধুলোবালিতে অ্যালার্জি থাকে। এই কারণেই কাঁথা বা কম্বল যে স্থানে রাখা হবে সেই স্থানটিকে পরিষ্কার করে ধুলোবালি মুক্ত করে রাখতে হবে।

৪) কম্বল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেকেই ড্রাই ওয়াশ করান। কিন্তু ঘরেই কম্বল ধুয়ে পরিষ্কার করা সম্ভব (Blanket Cleaning Tips)। তার জন্য নিজের ব্যাবহার করা শ্যাম্পুতে ১০-২০ মিনিট ভিজিয়ে রেখে সঙ্গে সঙ্গে হালকা হাতে ধুয়ে ফেলতে হবে কম্বলটি। এরপর জল ঝরিয়ে ছায়ায় রেখে শুকিয়ে নিয়ে ভাঁজে ভাঁজে ন্যাপথলিন বা নিম পাতা রাখতে হবে।

Advertisements