Bharat Rice: জলের দরে ভারত চাল বিক্রি শুরু করল কেন্দ্র, জানুন কত দাম, কোথায় পাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাল, ডাল, আটা এসবই তো প্রতিটি ভারতীয়দের মূল খাদ্যদ্রব্য। তবে যেভাবে দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে বহু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফ থেকে সস্তায় এই ধরনের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য চালু করা হয়েছে ভারত আটা (Bharat Atta) ভারত ডাল (Bharat Dal)। আর এবার চালু করা হলো ভারত চাল (Bharat Rice)।

Advertisements

কেন্দ্র সরকার মঙ্গলবার থেকে এই ভারত চাল বিক্রি শুরু করে দিল। বাজারে যেখানে অন্যান্য সাধারণ চাল কেজিতে ৪০ টাকার বেশি দাম নেওয়া হয়ে থাকে সেই জায়গায় কেন্দ্র সরকারের ভারত চালের দাম অনেক সস্তা পড়বে। কেন্দ্র সরকারের তরফ থেকে ভারত চালের দাম কেজি প্রতি রাখা হয়েছে মাত্র ২৯ টাকা। কেন্দ্র সরকারের তরফ থেকে ভর্তুকিযুক্ত এই যে চাল দেওয়া হচ্ছে তার ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে পাওয়া যাবে।

Advertisements

সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি সস্তায় এমন চাল কিনতে পারলে অনেকটাই সংসার খরচ বাঁচাতে পারবেন বলে মনে করছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে এবার সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে খুচরো ক্রেতাদের কাছে এমন সস্তায় চাল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের এই ভারত চাল কোথায় পাওয়া যাবে?

Advertisements

আরও পড়ুন ? ভর্তুকিতে সস্তায় আটা আর ডাল, সবাই পাবেন! বড় ঘোষণা কেন্দ্রের

কেন্দ্র সরকারের তরফ থেকে জলের দরে এমন চাল বিক্রি করা হচ্ছে NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে। এক্ষেত্রে যে সকল গ্রাহকরা সস্তায় তেমন চাল কিনতে চান তাদের নিকটবর্তী NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারে যেতে হবে। সেখান থেকে তারা পাঁচ কেজি অথবা ১০ কেজি ওজনের ভারত চাল প্যাকেট সংগ্রহ করতে পারবেন। তবে এর থেকেও সহজ উপায়ে পাওয়া যেতে পারে এই চাল।

কেননা কেন্দ্র সরকারের তরফ থেকে মোবাইল ভ্যান এবং ফিজিক্যাল আউটলেটের মাধ্যমেও ভারত চাল বিক্রি করা হবে। এর পাশাপাশি সরকারের পরিকল্পনা রয়েছে এই ধরনের সস্তার চাল যাতে ই-কমার্স ওয়েবসাইটগুলিতে কেউ বিক্রি করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা। যদি সেই ব্যবস্থা হয় তাহলে গ্রাহকরা বাড়িতে বসেই amazon, flipkart সহ অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন ২৯ টাকা কেজি দরের ভারত চাল।

Advertisements