নিজস্ব প্রতিবেদন : পুজোর বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান জিনিসপত্র যে সকল ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো Amazon। গ্রাহকদের চাহিদা মত এই সংস্থাটি মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকে। তবে কখনো কি ভেবে দেখেছেন এই সংস্থা একেবারে রেডিমেড বাড়ি বিক্রি করবে আপনার জন্য! বিষয়টি অবাক করা হলেও এবার রেডিমেড বাড়ি (Ready-made house) পাওয়া যাচ্ছে Amazon-এ।
সংস্থার তরফ থেকে যে বাড়ি বিক্রি হচ্ছে সেই বাড়ি ক্রয় করার পর তা হোম ডেলিভারি করে দেওয়া হবে গ্রাহকদের। রেডিমেড বাড়ি ডেলিভারি পাওয়ার পর গ্রাহকরা সেই বাড়ি নিজের পছন্দের জায়গায় বসিয়ে নিতে পারবেন। একবার ভাবুন, ধীরে ধীরে কোন জগতে আমরা পা রাখছি! যেখানে একটি সাধের বাড়ি তৈরি করার জন্য মাসের পর মাস সময় লাগে, সেই জায়গায় মাত্র কয়েকদিনের মধ্যেই ঝাঁ চকচকে বাড়ি ডেলিভারি দিয়ে দেবে amazon।
সম্প্রতি এইরকমই একটি বাড়ি একজন অ্যামাজন থেকে অর্ডার করেছিলেন এবং তিনি ডেলিভারি পান। তারপর সেই বাড়ি নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিও দেখে অনেকের মধ্যেই বিষয়টি বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়ায়নি। তবে অ্যামাজন ই-কমার্স ওয়েবসাইটে যখন এই ধরনের বাড়ি সার্চ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সত্যিই এমন বাড়ি বিক্রি করছে সংস্থা। এই ধরনের বাড়ি এত সুন্দর দেখতে যে আপনারও তা ডেলিভারি নেওয়ার জন্য মন উসখুস করবে।
আরও পড়ুন ? Amazon Prime Video: সস্তার দিন শেষ! এবার অ্যামাজন প্রাইমে ভিডিও দেখতে খরচ হবে আরও বেশি টাকা
সংস্থার তরফ থেকে যে বাড়ি বিক্রি করা হচ্ছে সেই বাড়িতে বেডরুম থেকে শুরু করে ডাইনিং, ওয়াশরুম কি-না নেই। আপনি যেমন বাড়ি তৈরি করে থাকেন ঠিক সেই রকমই সমস্ত সুবিধার রয়েছে এই বাড়িতে। এছাড়াও ওই ই-কমার্স ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তারা চার রকম সাইজের বাড়ি বিক্রি করছে। যেগুলি হল ১৯x২০ ফুট, সাড়ে ১৬x২০ ফুট, ১৫x২০ ফুট এবং ১৯x২০ ফুট ২। বাড়ির সাইজের ওপর দামের ফারাক রয়েছে।
এই ধরনের বাড়ি কেনার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১৭৬০০ মার্কিন ডলার থেকে ২৯ হাজার ৯৯৯ মার্কিন ডলার। কোন কোন বাড়ির ক্ষেত্রে আবার ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। হিসেব অনুযায়ী ভারতীয় মুদ্রায় খরচ পড়বে প্রায় ১৫ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা। এই সব বাড়ি তৈরি করা হচ্ছে এলো স্টিল, প্লাস্টিক সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে। বাড়িগুলি একতলা এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। তবে এই বাড়ি এখন ভারতে পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে।