Underwater Metro: গঙ্গার নিচে ৯১ কিলোমিটার বেগে ছুটল মেট্রো! হয়ে গেল বড় পরিদর্শন, জানুন কবে মিলবে পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো (Howrah Maidan to Esplanade Metro)। এই মেট্রো পরিষেবা ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro) পরিষেবা হতে চলেছে। কেননা এই মেট্রো ছুটবে গঙ্গার নিচ দিয়ে। ভারতে যেমন প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতায়, ঠিক সেই রকমই প্রথম আন্ডারওয়াটার মেট্রো চালু হচ্ছে কলকাতাতেই।

Advertisements

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে যোগাযোগের নতুন দিগন্ত খুলে যাবে। দুই জেলার বাসিন্দারা অনায়াসে গঙ্গার তল দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার সুযোগের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরাও নিমেষে হাওড়া রেল স্টেশন থেকে পৌঁছে যাবেন কলকাতায়। যাতায়াতের ক্ষেত্রে সময় অনেক কমে যাওয়ার পাশাপাশি চাপ কমবে হাওড়া ব্রিজের উপর।

Advertisements

তবে দীর্ঘদিন ধরে এই পরিষেবা চালু হওয়ার বিষয়ে নানান জল্পনা তৈরি হলেও এখনো চালু হয়নি। মূলত নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষণের পর রেলওয়ে সেফটি কমিশনারের তরফ থেকে ছাড় দেওয়া হয়নি। গত বছর ছাড় না পাওয়ার কারণে ডিসেম্বর মাসে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে এবার এই রুটে বড় পরিদর্শন হল। পরিদর্শন করলেন রেলওয়ে সেফটি কমিশনের চিফ কমিশনার জনক কুমার গর্গ। সোমবার ও মঙ্গলবার পর পর দুদিন তিনি পরিদর্শন করেন।

Advertisements

আরও পড়ুন ? বাংলার মুকুটে নতুন পালক, চালু হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, শুভেচ্ছা রেলমন্ত্রীর

পরিদর্শনের সময় জনক কুমার গর্গ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি মেট্রোতে চড়ে পুরো এলাকা পরিদর্শন করেন। এর পাশাপাশি তিনি খতিয়ে দেখেন প্রবেশ ও প্রস্থান গেট, এএফসি-পিসি গেট, টিকিট সিস্টেম, কিউআর কোড ভিত্তিক টিকিট সিস্টেম, স্টেশন কন্ট্রোল রুম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, ট্র্যাকশন সাব-সিস্টেম, ব্যাক আপ কন্ট্রোল, এসকেলেটর, লিফ্ট, সাইনেজ বোর্ড, ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম, ফায়ার অ্যালার্মের দক্ষতা, ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম, ব্লু লাইট সিস্টেম এবং প্রতিটি স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্য।

অন্যদিকে এদিন পরিষেবা বাণিজ্যিকভাবে চালু করার আগে যে পরিদর্শন করা হয় সেই পরিদর্শনের সময় ঘন্টায় ৯১ কিলোমিটার গতিবেগে ট্রায়াল রান করা হয়। একটি ট্রলিতে হয় ট্রায়াল রান। তবে এই পরিদর্শনের ফলাফল কি আসবে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যদিও মনে করা হচ্ছে এবারের এই পরিদর্শনের পরই বাণিজ্যিকভাবে পরিষেবা চালুর বিষয়ে অনুমতি মিলবে। অনুমতি পাওয়া গেলে ফেব্রুয়ারি মাসের শেষের দিক অথবা মার্চের শুরুতেই ব্যাপক চাহিদায় থাকা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

Advertisements