A video of a father riding a bike with his son under a blanket in winter has gone viral: ‘বাবা’ মাত্র দুটি অক্ষর নিয়ে তৈরি একটি শব্দ। কিন্তু তার অন্তর্নিহিত অর্থ অনেক কিছু প্রকাশ করে। একটা গোটা পরিবারের দায়িত্ব যার কাঁধে থাকে, পরিবারের প্রতিটি সদস্যের হাসি-কান্না যার উপর নির্ভর করে, সেই মানুষটি হলো বাবা। মায়ের মতই বাবাও তার সন্তানদেরকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করেন। আর তারই একটি নিদর্শন পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এক বাবার এক অসাধারণ কর্মকাণ্ড ভাইরাল (Viral Video of Father) হল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।
আসলে আজকাল সোশ্যাল মিডিয়ার দরুন এমন অনেক বিরল ঘটনাই আমরা ঘরে বসে দেখার সুযোগ পাই। এরকম একটি ভিডিও হঠাৎই ভাইরাল (Viral Video of Father) হয় সোশ্যাল মিডিয়ায়, যা আপনাদের চোখে জল এনে দেবে। উত্তর ভারতে হু হু করে বইছে কনকনে ঠান্ডা বাতাস। আর তারই মধ্যে রাস্তা দিয়ে বাচ্চাকে আষ্টেপৃষ্টে আগলে রেখে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছেন এক বাবা। ভিডিওটি প্রকাশ করা হয় ghulamabbasshah নামক মাইক্রো ব্লগিং সাইট থেকে।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, রাতের বেলা একজন বাবা একহাতে পেছনদিকে তার বাচ্চাকে তার চাদরের মধ্যে পেঁচিয়ে পিঠের সাথে ঠেকা দিয়ে রেখেছে। আর অপর হাত দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি বাচ্চাকে ঠান্ডার হাত থেকে যেভাবে তিনি রক্ষা করছেন, তা প্রতিটি মানুষকেই আবেগপ্রবণ করে তুলেছে। একজন বাবাই হয়তো এই ভাবে নিজের জীবনের বাজি নিয়ে তার সন্তানদের ভালো রাখতে জানে, ভালো রাখতে পারে।
আরও পড়ুন ? Angry Rahul Gandhi: জয় শ্রীরাম শুনেই তেলেবেগুনে রাহুল, তেড়ে গেলেন ভক্তদের! দেখুন ভাইরাল ভিডিও
ভিডিওটি আপলোড করার সাথে সাথেই চারিদিকে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয় (Viral Video of Father)। প্রচুর মানুষ ভিডিওটিকে পছন্দ করেন। প্রায় তিন হাজারের ওপর লাইক পড়ে। এছাড়া আড়াই লক্ষের উপর ভিউজ আসে। ভিডিওটিতে বাবা ও সন্তানের এইরকম বন্ধন প্রতিটি মানুষই পছন্দ করেন। যদিও ভিডিওটিতে ভালো খারাপ উভয় প্রকার কমেন্টই আসে। প্রচুর মানুষ বাহবা জানান, প্রশংসা করেন যে নিজের সন্তানকে এভাবে আগলে নিয়ে যাওয়া সত্যিই একজন বাবা ছাড়া বোধ হয় কেউই পারত না।
A father's love will always be imprinted on the heart of a son. ❤️#FathersLove #fatherson pic.twitter.com/0VOhpxfs0f
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) January 4, 2024
ভালো কমেন্টের পাশাপাশি খারাপ কমেন্টও আসে। অনেকেই বলেছেন যে, এভাবে এক হাতে হাইরোড এর ওপর দিয়ে বাইক চালানো উভয়ের জীবনেরই ক্ষতি হতে পারতো। বাবা হিসেবে কিভাবে তার সন্তানের ক্ষতি করতে পারে। তবে আমরা কোন বিতর্কে যাবো না। আমরা শুধু এই বাবাকে কুর্নিশ জানাই যে, তিনি যেন সারাজীবন তার সন্তানকে এভাবে আগলে রাখতে পারেন এবং তাকে দেখে পৃথিবীর সমস্ত বাবারাই যেন আরো সাহস পায় তাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য রক্ষা করার জন্য।