নিজস্ব প্রতিবেদন : রতন টাটা (Ratan Tata) কেবলমাত্র একজন শিল্পপতি, এটা মেনে নেওয়া যায় না। তিনি অন্যতম ধনী একজন শিল্পপতি হলেও তার মানবিক মুখ বিভিন্ন সময় দেখে থাকেন দেশের মানুষেরা। রতন টাটার যে সকল দুর্বলতা রয়েছে তার মধ্যে অন্যতম হলো পশুপ্রেম। আবার পশুদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় হল কুকুর।
রতন টাটাকে বিভিন্ন সময় আদরের পোষ্যদের নিয়ে ঘুরে বেড়াতে রাখা যায়। এছাড়াও রাস্তায় ঘুরে বেড়ানো ছাদহীন কুকুরদেরও তিনি আদর করতে কখনো কুণ্ঠাবোধ করেন না। তিনি আদরের পোষ্যদের সবসময় নিজের পরিবারের সদস্য মনে করে থাকেন। যে কারণেই এবার তাদের জন্য বড় পদক্ষেপ তিনি নিতে চলেছেন আর সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে ৬ তলা পশু হাসপাতাল।
মানুষরা যেমন রোগে আক্রান্ত হয়, ঠিক সেইরকমই পশুদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে। তবে মানুষের মতো তারা কথা বলতে না পারার শারীরিক এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে তাদের অনেক সমস্যা হয়। আবার পোষ্যদের চিকিৎসার ক্ষেত্রে বহু ক্লিনিক থাকলেও সবসময় সেই সকল ক্লিনিকে সব ধরনের চিকিৎসা হয় না। এসবের পরিপ্রেক্ষিতে অনেকেই রয়েছেন যারা ইচ্ছে থাকলেও ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না তাদের পোষ্যদের।
টাটাদের তরফ থেকে এই যে পশু হাসপাতাল (Tata Animal Hospital) তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। মুম্বাইয়ের মহালক্ষ্মীতে গড়ে তোলা হয়েছে ওই ছয় তলা পশু হাসপাতাল। এই হাসপাতালের পরিষেবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। পরিষেবা শুরু হয়ে যাওয়ার পর থেকে ২৪ ঘন্টায় পরিষেবা পাওয়া যাবে।
মুম্বাইয়ের মহালক্ষ্মীর এই পশু হাসপাতালের প্রতিষ্ঠাতা হলেন টাটা সন্সের প্রধান স্তম্ভ ও টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা। এখানে কুকুর, বেড়াল, খরগোশ সহ অন্যান্য পশুদের চিকিৎসা করানো যাবে। টাটাদের তরফ থেকে এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে টাটা ট্রাস্ট স্মল অ্যানিমেল হাসপাতাল। এই হাসপাতাল তৈরি করতে ১৬৫ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালটি তৈরি হয়েছে ২.২ একর জমির উপর। ছয়তলা এই হাসপাতালে থাকবে ২০০ টি শয্যা। এই হাসপাতালের নেতৃত্বে থাকবেন ব্রিটিশ পশু চিকিৎসক টমাস হিথকোট।