Ratan Tata and Lakshadweep: ঘুম উড়তে চলেছে মালদ্বীপের! লাক্ষাদ্বীপ নিয়ে বড় ঘোষণা করে দিলেন রতন টাটা

নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক মহলে এখন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ (Maldives vs Lakshadweep)। এই বিতর্কের মাঝে গোটা ভারত লাক্ষাদ্বীপের পাশে দাঁড়িয়ে রীতিমতো লাক্ষাদ্বীপকে ট্রেন্ডিংয়ে নিয়ে এসেছে। বির্তকের মাঝে ভারতীয়রা এখন বাতিল করছেন মালদ্বীপ ট্যুর, আর এসবের মধ্যেই তারা বার্তা দিচ্ছেন, প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন। মালদ্বীপ, লাক্ষাদ্বীপকে নিয়ে যখন এত বিতর্ক ঠিক সেই সময় এবার বড় ঘোষণা করলেন রতন টাটা (Ratan Tata)।

লাক্ষাদ্বীপকে নিয়ে রতন টাটা যে ঘোষণা করেছেন তাতে মূলত আশীর্বাদ হয়ে হাজির। নতুন টাটার এই ঘোষণায় লাক্ষাদ্বীপে যে সকল পর্যটকরা ঘুরতে যান তাদের জন্য আগামী দিনে পোয়াবারো হয়ে দাঁড়াবে তা নিয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি তার এমন ঘোষণায় রাতারাতি মালদ্বীপ প্রশাসনের ঘুম উড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা রতন টাটার এমন ঘোষণা ও উদ্যোগের পরিপ্রেক্ষিতে লাক্ষাদ্বীপের কদর আরও কয়েকগুণ বেড়ে যাবে।

বর্ষিয়ান শিল্পপতি রতন টাটা বর্তমান পরিস্থিতিতে লাক্ষাদ্বীপে ভারতীয় হোটেল কোম্পানির সহযোগিতায় দুটি রিসোর্ট খোলার ঘোষণা করেছেন। রতন টাটার এই ঘোষণা স্বাভাবিকভাবেই লাক্ষাদ্বীপের পর্যটন কেন্দ্রকে আরও প্রসারিত করবে। যে দুটি রিসোর্ট তৈরি করার পরিকল্পনা বা ঘোষণা করেছেন রতন টাটা, সেই দুটি রিসোর্ট তাজ গ্রুপের মাধ্যমে খোলা হবে এবং তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ২০২৬ সালের মধ্যেই লাক্ষাদ্বীপে দুটি রিসোর্ট তৈরি করার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন 👉 Lakshadweep History: ভারতের বদলে পাকিস্তানে চলে যেত লাক্ষাদ্বীপ, এইভাবে আটকে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল

তবে লাক্ষাদ্বীপে এই দুটি রিসোর্ট তৈরি করার পরিকল্পনা অবশ্য আজকের নয় বলেও জানা যাচ্ছে। গত বছর জানুয়ারি মাসে IHCL দ্বারা ওই দুটি রিসোর্ট বা হোটেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আইএইচসিএল তা আগেই জানিয়েছিল। আইএইচসিএল বিষয়টি আগে জানালেও এবার তাদের এই চুক্তির বিষয়টি খোদ ঘোষণা করলেন রতন টাটা। লাক্ষাদ্বীপের কোন কোন জায়গায় দুটি হোটেল তৈরি করতে চলেছেন রতন টাটা?

জানা যাচ্ছে, লাক্ষাদ্বীপের সুহেলি এবং কদমত দ্বীপে এই দুটি হোটেল তৈরি করা হবে। তাজ ব্যান্ডের যে দুটি রিসোর্ট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে কদমতের দ্বীপে তৈরি হোটেলটিতে থাকবে ১১০ টি রুম। এর মধ্যে আবার ৭৫টি বিচ সাইট ভিলা এবং ৩৫টি ওয়াটার ভিলা। অন্যদিকে সুহেলি দ্বীপে যে হোটেল তৈরি করা হবে তাতেও থাকবে ১১০ টি রুম এবং তার মধ্যে ৬০টি থাকবে ভিলা ও ৫০টি থাকবে ওয়াটার ভিলা।