LIC Aadhaar Shila Policy: দিনে ২৯ টাকা করে জমালেই মিলবে ৪ লক্ষ টাকা! LIC নিয়ে এলো দুর্দান্ত পলিসি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Investing in LIC Aadhaar Shila Policy will get this special benefit: প্রতিটি মানুষই চান নিজের কষ্ট করে উপার্জন করা টাকা থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে। নিজের ও নিজের পরিবারের অথনৈতিক সুরক্ষার জন্য বিনিয়োগ করতে গেলে অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা সর্ব প্রথম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ করেন। ব্যাংক এবং পোস্ট অফিস ছাড়াও বর্তমানে বাজারে চলতি বহু বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে যার মাধ্যমে অর্থ বিনিয়োগ করা সম্ভব। বর্তমানে ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান রূপে চিহ্নিত হয়। আজ এলআইসির একটি বিশেষ পলিসি অর্থাৎ আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Policy) নিয়ে বিস্তারিত তথ্য জানাবো আপনাদের।

Advertisements

দীর্ঘদিন ধরে ভারতীয় জীবন বীমা নিগম দেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে বহু প্রকল্প চালু করে রেখেছে। এই প্রকল্প গুলির মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা লাভ করেন অর্থ বিনিয়োগকারীরা। বর্তমানে এলআইসির যে প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে সেটি হল আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Policy)। মহিলাদের অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত করতে এই পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দ্বারা পরিচালিত এই বীমা সংস্থাটি আধার কার্ড হোল্ডার মহিলাদের বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে বিশেষ এই প্রকল্পটির মাধ্যমে।

Advertisements

সর্বনিম্ন ৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সী মহিলারা এই স্কিমের অধীনে নিজেদের অর্থ বিনিয়োগ করতে সক্ষম। এই প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ কুড়ি বছর সময়কালের জন্য বিনিয়োগ করা যায়। তবে কোনো মহিলা চাইলে ১০ বছরের জন্যও এই বিনিয়োগ করতে পারেন। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রেও একাধিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন মহিলারা। এক্ষেত্রে প্রতি মাসে, তিন মাস অন্তর, ৬ মাস অন্তর বা ১ বছরে প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহক। এক্ষেত্রে একটি বিশেষ সুবিধা হল, গ্রাহক যদি নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম জমা দিতে ভুলে যান তবে তিনি আরো অতিরিক্ত ৩০ দিন সময় পাবেন।

Advertisements

আরও পড়ুন ? LIC: মেয়াদ শেষে মিলবে ২৫ লক্ষ টাকা, প্রতি মাসে জমাতে হবে এত, বড় সুযোগ দিচ্ছে এলআইসি

আধার শিলা যোজনা থেকে ঋণ গ্রহণ করতে পারবেন গ্রাহক। এতে বিনিয়োগের ক্ষেত্রে আয়করের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। কোনো গ্রাহক যদি চান তবে এই স্কিমের অধীনে দুই বছর থাকার পর স্কিমটি থেকে বেরিয়ে যেতে পারেন। এই স্কিমের ক্ষেত্রে সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক মাসে মাসে বা এককালীন সমস্ত টাকাটি তুলে নিতে পারবেন। এলআইসির আধার শিলা প্রকল্পে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বীমা কভারেজ পাওয়া সম্ভব। এই পলিসি চলাকালীন ৫ বছরের মাথায় যদি গ্রাহকের মৃত্যু হয় সে ক্ষেত্রে মেয়াদ পূর্তির সময় গ্রাহক টাকা পেতেন সেই সমপরিমাণ টাকা তার পরিবারকে দেওয়া হয়।

এলআইসি আধার শিলা প্রকল্পের (LIC Aadhaar Shila Policy) অধীনে যদি কোনো গ্রাহক ৩০ বছর বয়সে ২০ বছরের জন্য দৈনিক ২৯ টাকা করে জমা করেন সে ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার প্রথম বছরের শেষে তিনি মোট জমা করবেন ১০ হাজার ৯৪৯ টাকা। দ্বিতীয় বছর তার জমা করা অর্থের পরিমাণ হবে ১০ হাজার ৭২৩ টাকা। এই বিনিয়োগের উপর ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। সে ক্ষেত্রে ২০ বছরের শেষে তার মোট সঞ্চয় করা টাকার পরিমাণ হবে ৪ লাখ টাকা।

Advertisements