নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প আনা হয়। সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে যাতে দেশের সাধারণ নাগরিকরা উপকৃত হন সেই বিষয়টির উপর সবসময় নজর রাখা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার একটি প্রকল্প চালু করা হয়েছে, আর তার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে দেশের বাসিন্দাদের। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)।
কেন্দ্র সরকারের তরফ থেকে ৭৫ হাজার কোটি টাকার বিনিময়ে দেশের এক কোটি পরিবারের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে বাড়ির ছাদে লাগানো হবে সোলার প্যানেল (Solar Panel)। এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের এক কোটি পরিবারকে প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের খবর অনেকের কাছেই পৌঁছে গিয়েছে। অনেকেই বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য মনস্থির করেও নিয়েছেন। কিন্তু কিভাবে এই প্রকল্পের মাধ্যমে সোলার প্যানেল লাগানো যাবে তা সম্পর্কে জানেন না। অর্থাৎ কোথায় কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি অনেকের কাছে অজানা। আমরা আজ জানাবো এই প্রকল্পের সুবিধা পেতে হলে কোথায় আবেদন (PM Surya Ghar Yojana online application) করতে হবে।
আরও পড়ুন ? Solar Panel: হুঁস করে কমে যাবে বিদ্যুৎ বিল, কীভাবে আবেদন করবেন বাড়িতে সরকারি সোলার প্যানেলের
আবেদন করার জন্য কোথাও ছোটাছুটির দরকার নেই। বাড়িতে বসেই এই প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদন জানানোর জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে এবং সেখানেই রয়েছে আবেদন করার ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা ওই ওয়েবসাইটটি হলো https://pmsuryaghar.gov.in/।
এই ওয়েবসাইটে প্রবেশ করে Apply for rooftop solar অপশনে ক্লিক করতে হবে। এরপরের যে পেজ খুলবে সেখানে রেজিস্টার করার জায়গা থাকবে। সেখানে ক্লিক করে প্রথমেই আপনার রাজ্য বেছে নিতে হবে। রাজ্য বেছে নেওয়ার পর বেছে নিতে হবে জেলা। এরপর বেছে নিতে হবে আপনি কোন সংস্থার আওতায় বিদ্যুৎ পরিষেবা পান। এরপর দিতে হবে আপনার বিদ্যুৎ কানেকশনের কনজ্যুমার আইডি। সব ঠিকঠাক দেওয়ার পর এই কানেকশন কার নামে রয়েছে তা দেখিয়ে দেওয়া হবে এবং Proceed বটনে ক্লিক করতে হবে। পরের পাতায় যোগাযোগের জন্য ফোন নম্বর এবং ইমেইল আইডি ও একটি ক্যাপচা কোড আসবে। সেখানে সবকিছু সঠিকভাবে পূরণ করার পর সেই ক্যাপচা কোড সঠিকভাবে দিয়ে Submit করতে হবে। সাবমিট হওয়ার আগে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপিও আসবে। সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য সাবসিডি দেওয়া হবে।