নিজস্ব প্রতিবেদন : সস্তায় যাতে দেশের মানুষেরা সোনা কিনতে পারেন তার জন্য কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা সেই প্রকল্পের নাম হলো সার্বভৌম গোল্ড বন্ড (Sarvabhouma Gold Bonds)। বছরের বিভিন্ন সময় নির্দিষ্ট কয়েক দিনের জন্য সস্তায় সোনা কেনার সুযোগ দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে।
২০২৪ সালের শুরুতে গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আওতায় সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সোনার উপর একটি নির্দিষ্ট দাম ঠিক করা হয়ে থাকে, যে দাম বাজারের তুলনায় অনেকটাই সস্তা হয়। হিসেব কষলে দেখা যাবে গ্রাম প্রতি ১০০ থেকে ২০০ টাকা বা তার বেশিও কম হয়ে থাকে অনেক সময়।
এই প্রকল্পের আওতায় চলতি সিজনে কেন্দ্র সরকারের তরফ থেকে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রাখা হয়েছে ৬২৬৩ টাকা। বাজারে ২০০ ক্যারেটের এক গ্রাম সোনার দাম অন্ততপক্ষে ২০০ টাকা বেশি। তবে এর পাশাপাশি আরও ৫০ টাকা প্রতি গ্রামের ছাড় (SGB Special Discount) পাওয়া যেতে পারে। এমনিতেই এই প্রকল্পের আওতায় সোনার বন্ড কেনার জন্য ব্যাংক, পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তবে বাড়তি ৫০ টাকা ছাড় পেতে হলে অন্য উপায়ে সার্বভৌম গোল্ড বন্ড কিনতে হবে।
বাড়তি ৫০ টাকা ছাড় পাওয়ার জন্য ব্যাংক অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের দৌড়গড়ায় গিয়ে ভিড় জমালে হবে না। পরিবর্তে আপনাকে গোল্ড বন্ড কিনতে হবে অনলাইনে। অনলাইনে গোল্ড বন্ড নেওয়া হলে ৫০ টাকা করে ছাড় মিলবে প্রতি গ্রামে। এর জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলি থেকে অনলাইনে সোনা কেনা যাবে। মোট আট বছরের জন্য এই গোল্ড বন্ড কিনতে হয়। তবে পাঁচ বছর পরেই বন্ডের টাকা ভাঙানো যায়।
আবার গোল্ড বন্ড কেনা হলে সোনার দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বন্ডের দাম যেমন বেড়ে যাবে ঠিক সেই রকমই আপনার বন্ডের উপর সরকারের তরফ থেকে ২.৫% বার্ষিক সুদও দেওয়া হয়ে থাকে। কেন্দ্র সরকারের সর্বভৌম গোল্ড বন্ড কেনার জন্য ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য জরুরি নথির প্রয়োজন নয়। সাধারণ নাগরিকদের এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে ন্যূনতম এক গ্রাম সোনা কিনতেই হবে।