Gpay-PhonePe: রাতের ঘুম উড়তে চলেছে Google Pay, PhonePe-র, বাজার নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে UPI। খুব সহজে কিউআর কোড স্ক্যান, মোবাইল নম্বর অথবা ইউপিআই আইডির ভিত্তিতে টাকা ট্রান্সফার করার সুবিধা থাকার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়াও এখন বিভিন্ন ইউপিআই অ্যাপ এত নতুন নতুন পরিষেবা দিচ্ছে গ্রাহকদের যা অতুলনীয়।

Advertisements

তবে লক্ষ্য করলে দেখা যাবে ভারতে যত ইউপিআই অ্যাপ ব্যবহারকারী রয়েছেন তাদের ৮০% ব্যবহারকারী রয়েছেন কেবলমাত্র Google Pay, PhonePe-র ঝুলিতে। এই সকল বিদেশি সংস্থার দাপাদাপিতে রীতিমত কোন ঠাসা অন্যান্য বিদেশি সংস্থার পাশাপাশি দেশীয় ইউপিআই সংস্থাগুলিও। তবে এবার কেন্দ্র এমন এক ব্যবস্থা নিতে চলেছে যাতে করে Google Pay, PhonePe-র মতো সংস্থার ক্ষমতা হ্রাস পেতে পারে।

Advertisements

এমনিতেই Paytm-র উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ভারতে বিপুল পরিমাণ বাজার নতুন করে ফাঁকা হয়েছে। আর এই সকল ফাঁকা বাজারও দখল করতে উঠে পড়ে নেমেছে। Google Pay, PhonePe। মনে করা হচ্ছে যদি বাজারের বড় অংশ তাদের কাছে চলে যায় তাহলে তাদের আরও আধিপত্য বেড়ে যাবে। কিন্তু বিদেশি সংস্থার হাতে যাতে আধিপত্য বৃদ্ধি না পায় তার জন্য নতুন পথ বেছে নিতে চলেছে কেন্দ্র।

Advertisements

আরও পড়ুন ? GPay NIPL Mou Sign: চাপ বাড়ল PhonePe, Paytm-এর! এবার কেন্দ্রের সঙ্গে বড় চুক্তি সেরে ফেলল Google Pay

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে কেন্দ্র সরকার কখনোই চাইছে না মার্কিন দুই সংস্থার হাতে ভারতের ইউপিআই বাজারের বড় অংশ থাকুক। এরই পরিপ্রেক্ষিতে তারা বিদেশি ফিনটেক সংস্থাগুলির দেশীয় বাজার ৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আর এমনটা হলে ভারতে প্রতি মাসে গড়ে যে ১০ বিলিয়ন টাকা ইউপিআই অ্যাপের মাধ্যমে লেনদেন হয়ে থাকে তার বড় অংশের অধিকার পাবে ভারতীয় সংস্থাগুলিও।

জানা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি। কোন দিকে এমন পদক্ষেপ গ্রহণ করা হলে ভারতের বাজারে লঞ্চ হতে চলার Tata Pay, বাজারে থাকা Jio Pay সহ বিভিন্ন সমস্যাগুলি ব্যবসা করার অনেক সুযোগ পাবে। অন্যদিকে সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলে আত্মনির্ভর ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখছেন তা আরও সুদূর প্রসারী হবে।

Advertisements