GPay NIPL Mou Sign: চাপ বাড়ল PhonePe, Paytm-এর! এবার কেন্দ্রের সঙ্গে বড় চুক্তি সেরে ফেলল Google Pay

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেন থেকে শুরু করে বিল পেমেন্ট সবকিছুতেই এখন বড় জায়গা অধিকার করে নিয়েছে UPI। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ সহ নানান ধরনের কাজ সেরে ফেলছেন এক নিমেষে। UPI মাধ্যমে আর্থিক লেনদেন থেকে শুরু করে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ সহ বিভিন্ন কাজ খুব সহজ হওয়ার কারণেই দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

ভারতে UPI প্ল্যাটফর্ম হিসাবে বিভিন্ন সংস্থা গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকলেও তাদের মধ্যে হাতে গোনা কয়েকটি সংস্থা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই সকল সংস্থার মধ্যে অন্যতম হলো পেটিএম, ফোন পে, অ্যামাজন পে, গুগল পে ইত্যাদি। এই সকল সংস্থারা নিজেদের গ্রাহক বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময় নানান ধরনের অফার দিয়ে থাকে অথবা সুবিধা দিয়ে থাকে।

ঠিক সেই রকমই এবার গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে Google Pay কেন্দ্রের সঙ্গে একটি বড় চুক্তি সেরে ফেলল। এই চুক্তির মাধ্যমে এবার গুগল পে ব্যবহারকারীরা বিদেশেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এতদিন পর্যন্ত এই সুবিধা পেটিএম অথবা ফোন পে’র থাকলেও গুগল পে’র ছিল না। এখন এই সুবিধা Google Pay-র হাতে চলে আসার কারণে স্বাভাবিকভাবেই চাপ বাড়বে অন্যান্য সব ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থা অথবা অ্যাপগুলির।

আরও পড়ুন 👉 GPay Convenience fee: চার্জ ছাড়া রিজর্জের দিন শেষ করে দিল GPay! এবার লাগবে এত টাকা ফি

Google Pay সংস্থার সঙ্গে গত বুধবার এই সংক্রান্ত চুক্তি হয়েছে NPCI International Payments Limited (NIPL) এর। এই চুক্তির ফলে এখন ভারতীয় Google Pay ব্যবহারকারীরা অন্য দেশে ঘুরতে অথবা ব্যাবসায়িক কোনো কাজে গিয়েও ইউপিআই অ্যাপের মাধ্যমে সেই দেশের মুদ্রায় পেমেন্ট করতে পারবেন। গ্রাহকদের সুবিধা বাড়বে অনেক বেশি। এমন সুবিধা পেতে শুরু করলে সংস্থার আরও গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে তা নিয়েও কোন সন্দেহ নেই।

তবে Google Pay যেমন এই সংক্রান্ত একটি সুখবর দিয়েছে ঠিক সেই রকমই আবার Google Pay অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি খারাপ খবরও রয়েছে। আগে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট অথবা অন্য কোন পেমেন্টের ক্ষেত্রে Google Pay কোনরকম Convenience fee নিত না। কিন্তু এখন তারা গ্রাহকদের থেকে ১.৯০ টাকা Convenience fee নেওয়া শুরু করে দিয়েছে। ফলে গুগল পে ব্যবহারকারীদের খরচও এখন বেড়ে গিয়েছে।