Visit these offbeat tourist places near Kolkata: প্রতিটি মানুষই চান একঘেয়ে কাজের ফাঁকে কিছুটা সময় নিশ্চিন্তে, নিরালায় প্রকৃতির মাঝে জীবনকে উপভোগ করতে। তবে বাঙালির ঘুরতে যাওয়ার বিষয়ে একটা বদনাম আছে, কারণ মোটামুটি অল্প খরচের ভ্রমণ স্থান খুঁজতে গেলেই বাঙালি শুধু ‘দীপুদা’ -র কথাই চিন্তা করে। অর্থাৎ বাঙালির অতি প্রিয় তিনটি ভ্রমণ ডেস্টিনেশন হল দীঘা, পুরী এবং দার্জিলিং। দীঘা ও পুরীর উত্তাল সমুদ্রের সৌন্দর্য, আর দার্জিলিং এর পাহাড়ের হাতছানি যতই মনোমুগ্ধকর হোক না কেনো, সব সময় তো আর একই জায়গায় যেতে মন চায় না। তাই অনেকেই কাছাকাছি অফবিট (Offbeat Tourist places) কিছু জায়গার সন্ধান করেন অল্প সময়ের জন্য ঘুরে আসার কারণে।
আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের এমনই একটি অফবিট ভ্রমণ স্থানের (Offbeat Tourist places) কথা জানাবো, যেখানে পৌঁছে গেলে সেই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনি দীঘা, পুরী বা উত্তরবঙ্গের যে কোনো জায়গা যেমন ডুয়ার্স, দার্জিলিং এর কথা ভুলেই যাবেন। যে জায়গাটির কথা আজ বলতে চলেছি তা প্রাকৃতিক সৌন্দর্যের অনেক নামকরা জায়গার থেকেও কোনো অংশে কম নয়। অনেকে আবার এই জায়গাটিকে মিনি আন্দামান বলেও চিহ্নিত করেন। এক দিনের জন্য এই মিনি আন্দামান থেকে ঘুরে আসতে চাইলে অবশ্যই আগে থেকে এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত তথ্য গুলি জেনে রাখুন।
জায়গাটির নাম কুলপি। শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেনে চেপে অল্প সময়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই জায়গায়। এর জন্য শিয়ালদহ স্টেশন থেকে আপনাকে উঠতে হবে নামখানা বা কাকদ্বীপগামী যে কোনো ট্রেনে। এরপর আপনাকে নামতে হবে কুলপি স্টেশনে। স্টেশন থেকে বেড়িয়ে টোটো ভাড়া করে পৌঁছে যেতে হবে কুলপি মোড়। এরপর কুলপি মোড় থেকে পায়ে হেঁটে অথবা টোটো চেপে পৌঁছে যান অনতিদূরত্বে অবস্থিত কুলপি নদীর ধারে।
অধিক জনসমাগম থেকে দূরে থাকা অফবিট স্থান (Offbeat Tourist places) এই কুলপি নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। নদীর পাড়ে বসে শান্ত নিরিবিলি স্থানে প্রকৃতিকে উপভোগ করার সুবর্ন সুযোগ পাবেন আপনি। এই সৌন্দর্য ছেড়ে আপনার আর অন্য কোথাও যেতে মন চাইবে না। চাইলে এই জায়গাটিতে সারাদিন কাটিয়ে বিকেলের দিকে ট্রেনে করে আবার ফিরে আসতে পারেন নিজের গন্তব্যে। আর প্রকৃতির কোলে আরো কিছুটা বেশি সময় থাকতে চাইলে কাছাকাছি অঞ্চল গুলিও ঘুরে দেখতে পারেন।
এক দুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে মন চাইলে মধ্যবিত্ত মানুষকে আগে ভেবে নিতে হয় নিজের পকেটের টানের কথা। কিন্তু কুলপি নদীর প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হতে চাইলে আপনাকে খরচ নিয়ে খুব একটা ভাবতেই হবে না। জায়গাটি কলকাতার খুবই কাছে হওয়ায় মোটামুটি ৭০ টাকার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন এই স্থানে। তাই আর দেরী না করে নিজেকে একঘেয়ে ব্যস্ততম জীবন থেকে মুক্তি দিয়ে শীঘ্রই ঘুরে আসুন এই সুন্দর জায়গাটি থেকে।