নিজস্ব প্রতিবেদন : চলতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে পদ্ম প্রাপ্তদের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই দেখা যায়, তালিকায় জায়গা পেয়েছেন সিউড়ির রতন কাহার (Ratan Kahar)। তার এইভাবে পদ্ম পুরস্কার প্রাপ্তি তাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এনে দিয়েছে বলেই দাবি করেছেন তিনি।
পদ্ম পুরস্কার পাওয়ার পর থেকেই রতন কাহারের নাম সবার মুখে মুখে শোনা যাচ্ছে। যদিও এই মানুষটি অনেক আগে থেকেই সুপরিচিত তার ‘বড়লোকের বিটি লো’ গানের জন্য। তবে এই গানের জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে। এমনকি গত কয়েক বছর আগে র্যাপ সিঙ্গার বাদশা, তার অনুমতি ছাড়া এই গান নিয়ে একটি ভিডিও তৈরি করলে সেটি নিয়েও বিতর্ক ছড়িয়েছিল। যদিও বিষয়টি পরে দুপক্ষের আলোচনায় মিটে গিয়েছিল।
অন্যদিকে সম্প্রতি রতন কাহার পদ্ম পুরস্কার পাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে তার ডাক পড়ছে সম্মানিত করার জন্য। ঠিক সেইরকমই এবার একটি মঞ্চে দেখা গেল বীরভূমের ভূমিপুত্র শিলাজিৎ ও পদ্মশ্রী প্রাপ্ত রতন কাহারকে। গত ১১ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগে দুজনকে এক মঞ্চে দেখা যায় এবং যে মঞ্চে দুজনকেই ‘বড়লোকের বিটি লো’ গানে মজে উঠতে দেখা যায়। যে মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন ? Silajit Majumder: শিলাজিতের পাগল ভক্ত! ছুটলেন গাড়ির সঙ্গে, জানালেন এই মনোস্কামনা
জানা গিয়েছে, পদ্মশ্রী প্রাপ্ত রতন কাহার, ফকিরা এবং শিলাজিৎ মজুমদার এক মঞ্চে হাজির হয়েছিলেন বীরভূমের পাঁড়ুইয়ের গড়গড়িয়ায়। যেখানে মূলত পদ্মশ্রী প্রাপ্ত রতন কাহারকে সম্মান জানানোর জন্য এমন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে সম্মান জানাতে এক ঝাঁক তরুণ-তরুণী উপস্থিত হয়েছিলেন। নৌকার এই সরস্বতী পুজোয় রতন কাহারকে সম্মান জানাতে গান গায় ফকিরা।
সম্প্রতি রতন কাহাকে সম্মান জানানোর সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওটি আপলোড করেছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। জয়জিৎ ব্যানার্জি ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে লিখেছেন, তিনি নিজেই এই স্বর্ণালী মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছিলেন। ইতিমধ্যেই সেই ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন কেড়েছে মাত্র কয়েক ঘণ্টাতেই। কেনই বা কাড়বে না, কেননা এই ভিডিওতে রয়েছেন দুই বীরভূমের ব্যাটা রতন কাহার আর শিলাজিৎ মজুমদার।