Silajit Majumder: শিলাজিতের পাগল ভক্ত! ছুটলেন গাড়ির সঙ্গে, জানালেন এই মনোস্কামনা

নিজস্ব প্রতিবেদন : বাংলায় গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের অভাব নেই। দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রি পেয়ে এসেছে নতুন নতুন মানুষকে। তবে সেইসব মানুষদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা আজীবন মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। এই সকল তারকাদের মধ্যে অন্যতম একজন হলেন বীরভূমের লাল মাটির শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। শিলাজিৎ মজুমদার কেবলমাত্র একজন গায়ক নন, পাশাপাশি তার মত মঞ্চ কাঁপানো গায়ক মেলা ভার।

গায়ক শিলাজিৎকে নিয়ে বিভিন্ন সময় নানান বিতর্ক ছড়ালেও তার গুণাগুণ কিন্তু অন্যান্যদের থেকে একেবারেই আলাদা। তিনি একজন গায়ক হওয়ার পাশাপাশি একজন সমাজসেবীও। বছরের বিভিন্ন সময় তাকে সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা যায়। স্বাভাবিকভাবেই এই মানুষটির ভক্তের অভাব হবে না। তবে তার ভক্তদের মধ্যে এবার খুঁজে পাওয়া গেল এক পাগল ভক্তকে।

একটি স্টেজ শো করতে গিয়ে খোদ শিলাজিৎ তার সেই পাগল ভক্তের দেখা পেয়েছেন। আরামবাগে শিলাজিৎ মজুমদার শো করতে গিয়েছিলেন। সেখানে তার গানের টানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। সেই শো শেষে যখন তিনি বাড়ি ফিরছেন সেই সময় আচমকা হাজির হন তার ওই পাগল ভক্ত। এমনকি এই ঘটনা হতবাক করেছে শিলাজিতকেও। তিনি এতটাই হতবাক হয়েছেন যে ওই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করে লিখেছেন, ‘আরামবাগ শো এর শেষে শিলা ক্ষ্যাপা আর ক্ষ্যাপামি, এটাই পাওনা!!’

আরও পড়ুন 👉 গাইতে গাইতে দর্শকদের মাঝে ঝাঁপ, ধরতে না পেরে শিলাজিৎ-কে ফেলে দিলেন অনুরাগীরা

আসলে শিলাজিৎ যখন প্রোগ্রাম শেষ করে গাড়িতে উঠে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিয়েছেন সেই সময় তার ওই ভক্ত গাড়ির পাশে এসে হাজির। তারপর জানলার কাঁচের কাছে এসে শিলাজিতের হাত ধরে তার (শিলাজিৎ) সঙ্গে আবার দেখা হবে, তিনি যেন ভালো থাকেন এই কামনা করেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ওই পাগল ভক্ত নিজের আয়ু দিয়ে শিলাজিতের পরমায়ু যাতে বৃদ্ধি পায়, এমন মনোস্কামনার কথা জানান। আর ফেসবুকে একটা রিপ্লাই দেওয়ার কথাও বলেন।

সবচেয়ে বড় বিষয় হলো, শিলাজিৎ মজুমদারের গাড়ি তখন ছুটে চলেছে। কিন্তু ওই পাগল ভক্ত কোনোভাবেই শিলাজিৎকে ছাড়তে চাইছেন না। শিলাজিতের গাড়ির সঙ্গে সঙ্গে তিনি ছুটছেন পাল্লা দিয়ে। ভিড়ের মাঝে বারবার শিলাজিৎ ওই ভক্তকে আবেদন করেন, সরে দাঁড়ানোর জন্য যাতে তার কোথাও আঘাত না লাগে। কিন্তু পাগল ওই ভক্ত কোনোভাবেই বীরভূমের লাল মাটির শিলাজিৎকে ছাড়তে চাননি। একজন শিল্পী এবং শিল্পীর এমন ভক্তের মধ্যে এই ধরনের ব্যবহারের ভিডিও সচরাচর দেখা যায় না। যে কারণে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই ব্যাপক ভাইরাল হয়।