BSNL: BSNL-এর নতুন পরিকল্পনায় ঘুম উড়ছে Jio, Airtel-এর! ব্যবহার হবে Vi-এর টাওয়ার, মিলবে এই সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা ব্যবসা চালাচ্ছে সেগুলি হল Jio, Airtel, Vi এবং BSNL। তবে পরিষেবা, প্রযুক্তি এবং গ্রাহক সংখ্যার নিরিখে Jio ও Airtel অনেক এগিয়ে গিয়েছে Vi এবং BSNL-এর তুলনায়। মূলত এই দুই টেলিকম সংস্থা পরিষেবার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ার কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

Advertisements

দেশের বর্তমান গ্রাহকদের বড় সংখ্যার গ্রাহকরা এখন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পরিষেবা ও প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছিয়ে থাকার কারণে। আর এমন পরিস্থিতিতে সংস্থাকে বাঁচাতে এবং গ্রাহকদের ফিরিয়ে আনতে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হলো। নতুন যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা বড় পরিকল্পনা এবং অনেকেই মনে করছেন, এর ফলে চাপ বাড়বে জিও ও এয়ারটেলের।

Advertisements

ভারতের টেলিকম বাজারের টেলিকম সংস্থাগুলির মধ্যে ভোডাফোন আইডিয়া জিও ও এয়ারটেলের তুলনায় পিছিয়ে থাকলেও তাদের কিন্তু 4G নেটওয়ার্ক রয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, বিএসএনএল রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা হয়েও এখনো পর্যন্ত 4G নেটওয়ার্ক তৈরি করতে পারেনি। এমন পরিস্থিতিতে বিএসএনএল চাইছে ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ক ব্যবহার করতে।

Advertisements

আরও পড়ুন ? BSNL: ১০০ টাকার কমেই রয়েছে আনলিমিটেড কল, BSNL-এর এই প্ল্যানটি অনেকেই জানেন না

ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য বিএসএনএল ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন জানিয়েছে। ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ককে বেছে নেওয়ার মূল কারণ হলো, এই টেলিকম সংস্থার সবচেয়ে বেশি শেয়ার রয়েছে কেন্দ্র সরকারের। ভোডাফোন আইডিয়াতে কেন্দ্র সরকারের প্রায় ৩৩.১% শেয়ার রয়েছে। যে কারণে কেন্দ্র চাইলে ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ক বিএসএনএলকে ব্যবহার করার অনুমতি দিতে পারে।

এয়ারটেল, জিও-র মতো টেলিকম সংস্থা ইতিমধ্যেই দেশজুড়ে 5G নেটওয়ার্ক চালু করে দিলেও বিএসএনএল এখনো 4G নেটওয়ার্ক চালু করতে পারেনি। যে কারণে আবেদনে বলা হয়েছে, যে সকল জায়গায় বিএসএনএলের নিজস্ব নেটওয়ার্ক নেই সেই সকল জায়গায় ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। এই অনুমতি মিললে বিএসএনএল খুব সহজেই দেশজুড়ে 4G নেটওয়ার্ক বিছিয়ে দিতে সক্ষম হবে। আর এমনটা হলে মুখ ফিরিয়ে নেওয়া বহু গ্রাহক পুনরায় ফিরে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।

Advertisements