Goutam Adani Love Story: পছন্দই করতেন না আদানিকে! তারপরেও হয় বিয়ে, পিছনে রয়েছে টাকা নাকি অন্যকিছু

Prosun Kanti Das

Updated on:

Advertisements

love story of Gautam Adani came out on his 60th birthday: ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস, চারিদিকেই বসন্তের আভাস। চলছে একটা সপ্তাহ ধরে ভ্যালেন্টাইন্স উইক। টলিউড, বলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নিজেদের ভালোবাসার মানুষের সাথে বিশেষভাবে পালন করছে এই বিশেষ সপ্তাহ। অনেকের আবার এই ভ্যালেন্টাইন্স নিয়েও প্রেমের গল্প রয়েছে। তেমনি এই ভালোবাসার সপ্তাহে প্রকাশ্যে এলো দেশের বিখ্যাত শিল্পপতি গৌতম আদানির প্রেমের গল্প (Goutam Adani Love Story)। যে গল্পে নায়িকার অপছন্দের নায়কের সাথে বিবাহ হলেও পরবর্তীতে নায়ক তথা স্বামীর প্রতি গর্বিত হন নায়িকা। এর পিছনে কারণ কি মোটা অর্থ নাকি গভীর ভালোবাসা?

Advertisements

দেশ তথা বিশ্বের অন্যতম সুপ্রতিষ্ঠিত শিল্পপতি হলেন গৌতম আদানি। আদানি গ্রুপের মালিক তিনি। গত বছরে ব্যবসায়িক জমানায় নিজের যোগ্যতায় বড় ব্যবসায়ীকে টেক্কা দিয়ে জায়গা দখল করেছেন গৌতাম আদানি। বর্তমান সময়ে ১০১ মার্কিন ডলার বিলিয়নের মালিক তিনি। নিজের জ্ঞানকে ব্যবসায়িক দিকে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছেন আদানি গ্রুপের মালিক এই ভালোবাসার সপ্তাহে গৌতম আদানিরই প্রেমের গল্প প্রকাশ্যে এসেছে। ৬০ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি শ্রদ্ধা ও গর্ব অনুভব করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আদানি পত্নী। কী লিখেছেন তিনি?

Advertisements

প্রেম করে নয়, বাবার পছন্দে বিবাহ করেন প্রীতি আদানি। স্নাতকে পড়াশোনা চলাকালীন বাবা সেবন্তীলাল কন্যা প্রীতির জন্য জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন গৌতম আদানিকে। কিন্তু প্রথম দেখাতেই বাবার পছন্দ করা জামাইকে অপছন্দ করেন প্রীতি। তার মনে হয়েছিল, তাঁরা দুজনে ‘Made for Each Other’ নয়। কিন্তু পরবর্তীতে বাবার পছন্দের ছেলেকেই বিবাহ করেন প্রীতি। কিন্তু কেন?

Advertisements

সূত্রের খবর, কন্যা প্রীতির বাবার পছন্দ করা ছেলে গৌতম আদানিকে অপছন্দ হলে মেয়েকে বোঝানোর চেষ্টা করেন সেবন্তীলাল। তার কথায়, রূপ-সৌন্দর্যের পাশাপাশি যোগ্যতা দেখা উচিত। ফলে বাবার কথাতে গৌতম আদানির সাথে দেখা করেন প্রীতি। কথোপকথনের পর বাবার মতেই গৌতম আদানিকে বিবাহ করেন সেবন্তীলাল কন্যা প্রীতি। দিনটা ছিল ছিল ১৯৮৬ সালের ১লা মে।

দেখতে দেখতে বিবাহের ৩৬টা বছর একে অপরের সাথে সুখ-দুঃখ ভালবাসায় যুগ্ম জীবন কাটিয়ে ফেলেন গৌতম এবং প্রীতি আদানি। বিবাহের প্রথম দিকে অপছন্দের কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হয়। তবে পরবর্তীতে আদানির ভালোবাসা, কর্তব্যবোধ ধীরে ধীরে গ্রাস করে প্রীতিকে। কাজের সূত্রে অনেকটা সময় বাইরে কাটাতে হতো গৌতমকে। তবে সুযোগ পেলেই পরিবারের কাছে ছুটে আসতেন তিনি। যা দেখে স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা জেগে ওঠে প্রীতির মধ্যে। গৌতম আদানির এই প্রেম কাহিনী (Goutam Adani Love Story) প্রকাশিত রয়েছে R.N.Bhaskar-এর বই ‘গৌতম আদানি: রিইমাজিনিং বিজনেস ইন ইন্ডিয়া’-তে।

আরও পড়ুন ? Tata Group Starbucks: আম্বানি, আদানিরা শুধু দেখবে, টাটারা করে দেখাবে! ভারতে কফি স্টোর নিয়ে বিশাল পদক্ষেপ টাটাদের

সাম্প্রতিক টুইটারে একটি পুরনো ছবি পোস্ট করে গৌতম আদানির ৬০ তম জন্মদিনে শুভেচ্ছা জানান প্রীতি আদানি। পাশাপাশি এও বলেন যে, ৩৬ বছরের বেশি আগে কেরিয়ার ছেড়ে গৌতম আদানির সাথে দাম্পত্য জীবন শুরু করেন তিনি। বর্তমানে দাঁড়িয়ে তিনি যখন পূর্বের কথা স্মরণ করেন, সেই ব্যক্তির প্রতি তার শ্রদ্ধা এবং গর্ব অনুভব হয়। তাঁর এই ৬০ তম জন্মদিনে তিনি তাঁর সুস্বাস্থ্য এবং স্বপ্ন পূরণের প্রার্থনা করেন।

Advertisements