Central Govt will send PM Kisan Yojana money to farmers’ accounts soon: আমাদের ভারতবর্ষ বর্তমান সময়ে শিল্প ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছালেও মূলত ভারতকে কৃষিপ্রধান দেশ হিসাবেই চিহ্নিত করা হয়। কিন্তু আজও পর্যন্ত ভারতের কৃষকরা দরিদ্র সীমার নিচে অবস্থান করছেন। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের মুখে হাসি ফোটাতে বিশেষ একটি প্রকল্পের ব্যবস্থাপনা করা হয়েছে। প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana)। দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের অধীনে ১৫ কিস্তিতে টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন। জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা ১৬ তম কিস্তির টাকা পেতে শুরু করবেন।
এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা না হলেও বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এই মাসের শেষে অর্থাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি এই প্রকল্পের ১৬ তম কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা। এই প্রকল্পের অধীনে কৃষকরা মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৬০০০ টাকা অনুদান লাভ করেন। এই অনুদানটি কৃষকদের দেওয়া হয় তিনটি কিস্তিতে, অর্থাৎ প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) মাধ্যমে টাকা পেতে গেলে সুবিধাভোগী কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি জমা দিতে হয়। এই ই-কেওয়াইসি জমা না দিলে কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে পাওয়া টাকা আসা বন্ধ হয়ে যায়। সাধারণত প্রতি ৪ মাস অন্তর কেন্দ্র সরকারের তরফ থেকে একটি করে কিস্তি রিলিজ করা হয়। তবে যে কৃষকদের ই-কেওয়াইসি জমা দেওয়া নেই তারা এই কিস্তির টাকা নাও পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন ? PM Kisan new rules: বদলে গেল নিয়ম, এবার এই দুটি কাজ না করলে মিলবে না প্রধানমন্ত্রী কিষানের টাকা
তাই এই প্রকল্পের মাধ্যমে অর্থ লাভ করার সুবিধা পেতে হলে ই- কেওয়াইসি করে নেওয়া অত্যন্ত জরুরি। কৃষকেরা তাদের নিকটবর্তী যে কোনো CSC কেন্দ্রে গিয়ে, ব্যাঙ্ক থেকে অথবা অনলাইন অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in থেকে সহজেই ই- কেওয়াইসি করে নিতে পারেন। এছাড়াও কৃষকদের অবশ্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা যে অ্যাকাউন্টে আসে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে। অন্যথায় ১৬ তম কিস্তির টাকা থেকে তিনি বঞ্চিত হতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে সব কৃষকদের নিজের নামে জমি আছে এবং সেই জমি চাষ করেন, তারা এই প্রকল্পের সুবিধা পেলেও যারা অপর কৃষকের কাছ থেকে ভাড়া নিয়ে চাষ করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে বলা হয়েছে স্বামী এবং স্ত্রী উভয়ই একসঙ্গে পিএম কিষাণ সম্মান নিধির (PM Kisan Yojana) সুবিধা নিতে পারবেন না। এছাড়াও কোন কৃষক পরিবার যদি আয়করের আওতায় পড়েন তারাও কৃষকদের এই অনুদানের সুবিধা গ্রহণ করতে পারবেন না।