Indian economy is going to rise due to recession in Japan’s economy: অর্থনীতির দিক থেকে ভারত বর্তমানে বেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বিশ্বের প্রথম তিন অর্থনৈতিক শক্তিশালী দেশ রূপে পরিচিত হওয়ার দৌড়ে অগ্রসর হয়েছে ভারত। আগামী কয়েক বছরের মধ্যেই নিজেদের দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসাবে দেখার প্রত্যাশায় দিন গুনছেন দেশবাসী ও। এদিকে বৃহস্পতিবার অনেক দেশের জিডিপি পরিসংখ্যানে উঠে এসেছে এক বিশেষ তথ্য। জানা গেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি থেকে ছিটকে গেছে জাপান (Japan Recession)। আর এবার জাপানের স্থান দখল করে নিয়েছে জার্মানি।
দেখা গেছে গত দুই ত্রৈমাসিকে জাপানের মোট GDP পরিসংখ্যান এ পতন হয়েছে। শুধু তাই নয় মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের পতনের কারণে বিশ্বের তৃতীয় অর্থনীতি থেকে অনেকটাই নেমে গেছে জাপান। এই কারণেই বর্তমানে আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে জাপান। বর্তমানে জাপানের জিডিপি ৪.২ ট্রিলিয়ন ডলার এবং জার্মানির ক্ষেত্রে তা ৪.৫ ট্রিলিয়ন ডলার। আর এই কারণেই জাপানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে জার্মানি।
গত অক্টোবর-ডিসেম্বর এই সময়কলের মধ্যেই জাপানের (Japan Recession) মোট জিডিপি বার্ষিক ভিত্তিতে ০.৪ শতাংশ কমে গেছে। জাপানের সরকারি অফিস থেকে ও একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে বলা হয়েছে এই দেশের আর্থিক ভিত্তি ক্রমশ দুর্বল হচ্ছে এবং দেশটি বিশ্ব অর্থনীতিতে তার নিজের অবস্থানও ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। ডলারের বিপরীতেও ক্রমাগত দুর্বল হচ্ছে ইয়েন।
আরও পড়ুন ? India Economy: ‘চিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলবই’, অর্থনীতিতে এই জায়গায় পৌঁছানোর গ্যারান্টি দিলেন মোদি
জানা যাচ্ছে দ্বিতীয় কোয়ার্টারে জাপানের দেশের অভ্যন্তরীণ চাহিদা অনেকটাই কমে গেছে। এই কারণেই অপ্রত্যাশিত ভাবে জাপান অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। এই প্রসঙ্গে অর্থনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন জাপানে ইয়েনের পতনের মূল কারণ হতে পারে জাপানি ব্যাঙ্কের ঋণাত্মক সুদের হার। এই ঋণাত্মক সুদের হার জাপান বজায় রাখার কারণেই জাপানের মুদ্রা ইয়েনের পতন ঘটছে, যা তাদের অর্থনৈতিক অবস্থাকে ব্যাহত করেছে।
এদিকে বিশ্ব অর্থনীতির শীর্ষে থাকা এই দেশগুলির উত্থান পতনে ভারতের মুখে ফুটতে চলেছে খুশির হাসি। বেশ কিছুদিন ধরেই ভারতীয় অর্থনীতি বিশ্বের দরবারে উন্নতির শিখরে উঠে আসছে। এরই মধ্যে জাপান (Japan Recession) নিজের স্থান হারানোর ফলে প্রথম পাঁচ অর্থনীতির দেশের মধ্যে ব্যবধান কমে গিয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ভারত তার জিডিপির ক্ষেত্রে জাপানকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে।