Even if the validity of the driving license is over, there is no need to worry about getting caught by the police: সড়ক পরিবহণ মন্ত্রক এর তরফ থেকে গ্রহণ করা হলো একটি বড় উদ্যোগ। শিক্ষানবীশদের জন্য এবার ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) ও কন্ডাক্টর লাইসেন্সের মেয়াদ ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে সারথী পোর্টালে নানা সমস্যার কারণেই বর্তমানে সড়ক পরিবহন মন্ত্রক এর তরফ থেকে বিশেষ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফ থেকে এ প্রসঙ্গে বিশেষ একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিশেষ এই নির্দেশিকায় বলা হয়েছে সারথী পোর্টালে সম্প্রতি বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার কারণে ৩১শে জানুয়ারি ২০২৪ থেকে ১২ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত এই লাইসেন্সের (Driving Licence) মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এই পোর্টালে এখনো কিছু সমস্যা থাকার কারণে লাইসেন্স এর কাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
সড়ক পরিবহণ মন্ত্রক এর তরফ থেকে জানানো হয়েছে যে, ৩১শে জানুয়ারি ২০২৪ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ এই সময়সীমার মধ্যে যাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্সকে বর্তমানে বৈধ বলেই গন্য করা হবে। তবে এই বর্ধিত বৈধতার সময়সীমা থাকবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। যেহেতু সারথী পোর্টালে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই ত্রুটি ঘটেছে তাই এই সময় সীমার মধ্যে লাইসেন্সের জন্য তাদের জরিমানা দিতে হবে না।
তবে যাদের ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) বাতিল হয়ে গেছে তারা রাস্তায় বেরোলে পুলিশ তাদের ধরতে পারে। তবে সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে এ সময় পুলিশের হাতে ধরা পড়লেও তাদের লাইসেন্স বৈধ বলে বিবেচনা করা হবে। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তাকে অবৈধ বলে ঘোষণা করা হবে না।
যেহেতু সমস্যাটি সৃষ্টি হয়েছে সড়ক পরিবহন দপ্তরের পোর্টালে সেই কারণে ফি জমা দেওয়া, ড্রাইভিং লাইসেন্সে পুনর্নবীকরণ, স্লট বুকিং করা, লাইসেন্সের আবেদন করা ইত্যাদি সহ নানা ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই কারণে গাড়ি চালকদের যাতে হয়রানির সম্মুখীন হতে না হয় সেই কারণে সড়ক পরিবহন দপ্তরের তরফ থেকে আগাম নির্দেশিকা জারি করা হয়েছে।