Vehicle Tax Discount: আরও সস্তা হচ্ছে গাড়ি চালানোর খরচ, ট্যাক্স নিয়ে নতুন ঘোষণা রাজ্যের পরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে যুগ যেদিকে এগোচ্ছে তাতে প্রতিটি বাড়িতে যেমন মোটরবাইক পৌঁছে গিয়েছে ঠিক সেই রকমই আগামী দিনে পৌঁছে যাবে চার চাকা। তবে শুধু চার চাকা কিনলেই তো আর হয় না, চারচাকা কেনার পাশাপাশি চালানোর জন্যও বিপুল খরচ করতে হয়। তবে এবার এই খরচে অনেকটাই লাগাম দিতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। মূলত বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণে কর ছাড় দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

পরিবহন দপ্তরের তরফ থেকে বিধানসভায় মূলত দুটি বিল পাশ করানো হয়েছে। এই দুটি বিল পাস করানোর পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক এবং প্রাইভেট দুই ধরনের যানবাহনের ক্ষেত্রেই বিপুল পরিমাণে কর ছাড় (Vehicle Tax Discount) পাওয়া যাবে। বিপুল পরিমাণে কর ছাড়ের ফলে যানবাহন চালানোর খরচ অনেকটাই কমে যাবে। এছাড়াও কলকাতায় পুনরায় দোতলা বাস ফিরিয়ে আনার বিষয়েও পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

বাণিজ্যিক তিন চাকা যানবাহন যেমন অটোরিকশা, টোটো, ই-রিকশা ইত্যাদির ক্ষেত্রে আগে তিন মাসের জন্য রোড ট্যাক্স দিতে হতো। কিন্তু এবার এই সকল যানবাহনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এক বছরের জন্য রোড ট্যাক্স দিতে হবে। এর পাশাপাশি ট্রাক্টর, কৃষিজ ট্রেলার, নির্মাণ কার্যের জন্য ব্যবহৃত সহকারি গাড়িদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হচ্ছে। তবে তিন মাসের পরিবর্তে ১ বছরের জন্য রোড ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ছাড় পাবেন মালিকরা।

আরও পড়ুন 👉 India Road Infrastructure: আমেরিকাও ফেল! মাখনের মত ছুটবে যানবাহন! দেশজুড়ে রাস্তা নিয়ে বড় উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

যে সমস্ত বাণিজ্যিক গাড়ির মালিক রয়েছেন তারা যদি তাদের যানবাহনের জন্য একবারে ১০ বছরের জন্য ট্যাক্স জমা দেন তাহলে তারা ৪০ শতাংশ ছাড় পাবেন। হিসেব অনুযায়ী কারো ৫০ হাজার টাকা ট্যাক্স হলে তিনি ২০ হাজার টাকা ছাড় পাবেন এবং তাকে ৩০ হাজার টাকা দিতে হবে। যদি কেউ পাঁচ বছরের জন্য একবারে ট্যাক্স দেন তাহলে তিনি ছাড় পাবেন ৩০ শতাংশ এবং তিন বছরের জন্য একবারে ট্যাক্স দিলে ছাড় পাওয়া যাবে ১৫%।

প্রাইভেট যে সকল গাড়ি রয়েছে সেগুলি কেনার সময়েই প্রথম পাঁচ বছরের জন্য ট্যাক্স কেটে নেওয়া হয়। পরবর্তীতে ট্যাক্স দেওয়ার জন্য যদি একসঙ্গে ১০ বছরের ট্যাক্স দেওয়া হয় তাহলে সে ক্ষেত্রেও আকর্ষণীয় ছাড় দেওয়া হবে। নতুন এইসব নিয়মের ফলে একদিকে যেমন যানবাহনের মালিকরা উপকৃত হবেন, ঠিক সেই রকমই আবার রাজ্যের কোষাগারেও একসঙ্গে অনেক টাকা ঢুকবে।