Paytm: ওলা, উবারকে টেক্কা! এবার পেটিএম থেকেই বুক করা যাবে অটো, কোন কোন শহরে মিলবে পরিষেবা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চারচাকা গাড়ি থেকে শুরু করে অটো, টোটো, মোটর বাইক ইত্যাদি বুকিং করার জন্য যে সকল ক্যাব অ্যাপগুলি রয়েছে তার মধ্যে জনপ্রিয় হল ওলা, উবের অথবা ইন ড্রাইভের মতো অ্যাপ। এই সকল অ্যাপগুলির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ভারতের মতো দেশের বিভিন্ন কোনায়। তবে এবার এই সকল অ্যাপকে টেক্কা দিতে বাজারে হাজির Paytm।

পেটিএম এমন একটি সংস্থা যার জনপ্রিয়তা ভারতের মতো দেশে কমতি নেই। যদিও মাস কয়েক আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোপে পড়ে লাইসেন্স বাতিল হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। তবে পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল হলেও আগের মতই UPI পরিষেবা দিচ্ছে তারা। আর এবার তাদের তরফ থেকে নতুন পরিষেবা নিয়ে হাজির।

পেটিএম-এর মাধ্যমে এবার অটোরিকশা বুকিং করা যাবে। তারা এমন পরিষেবা নিয়ে হাজির ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স-এর মাধ্যমে। সংস্থার তরফ থেকে এমন পরিষেবা চালু করার পরিপ্রেক্ষিতে ওলা, উবার সহ এই ধরনের যে সকল পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও পেটিএম ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের মাধ্যমে ফুড ডেলিভারি থেকে শুরু করে মুদি, ফ্যাশন, ইলেকট্রনিক্স-এর মত ই-কমার্স বিভাগেও এন্ট্রি নিতে চলেছে।

আরও পড়ুন ? Rekha Patra Property: সম্পত্তি বলতে মাত্র সাড়ে ১০ হাজার টাকা, রেখা পাত্রের বিদ্যের দৌড় কতদূর

তবে অটোরিকশা বুকিংয়ের যে পরিষেবা পেটিএম-এর তরফ থেকে চালু করা হচ্ছে তা ইতিমধ্যেই বেশ কিছু পেটিএম অ্যাপ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী দিনে এই পরিষেবা দেশের বিভিন্ন কোনায় পৌঁছে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আপাতত এই পরিষেবা দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরে চালু করা হবে বলে জানা যাচ্ছে।

পেটিএম-এর তরফ থেকে অটোরিকশা বুকিং করার এই পরিষেবা দেওয়া হবে নম্মা যাত্রী অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। এই অ্যাপের মাধ্যমে অটোরিকশা বুকিং করা হলেই দেখাবে পাওয়ার্ড বাই নম্মা যাত্রী। নম্মা যাত্রী গত দু’বছর ধরে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু সহ দেশের সাতটি শহরে আনুমানিক ৩ কোটি ৭৩ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়েছে। এর মধ্যে অধিকাংশই রয়েছে অটো রাইড। এখন তারা ক্যাব বুকিংও শুরু করেছে।