Education Qualification of top billionaires: পকেটে লক্ষ লক্ষ কোটি টাকা! কিন্তু মুকেশ আম্বানি, এলন মাস্কদের বিদ্যের দৌড় কতদূর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Find out the education qualification of the world’s top billionaires: ছোটবেলা থেকেই অভিভাবকরা আমাদের বলেন ভালো করে পড়াশোনা করলেই ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠবে। আর একথা তো সত্য যে শিক্ষার কখনো কোনো বিকল্প হয় না। অনেক সময় আমরা আমাদের জীবনের চলার পথে বহু মহাপুরুষদের কথা জানতে পারি যারা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। কিন্তু জানেন কি বর্তমানে যারা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা। একথা জানলে অবাক হবেন যে বিশ্বের ধনী ব্যাক্তিরা অধিকাংশই অনেক উচ্চ শিক্ষিত। দেশ ও বিদেশের অনেক ডিগ্রি রয়েছে তাদের ঝুলিতে। আবার কেউ কেউ পড়াশোনা মাঝপথে ছেড়ে ব্যবসার জগতে পা বাড়িয়েছেন। দেখে নিন বিশ্বের সবথেকে ধনী সেই সব ব্যাক্তিদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification of top billionaires) সম্পর্কে।

Advertisements
১) মুকেশ আম্বানি

ভারতের ধন কুবের নামে পরিচিত বিশ্বের অন্যতম সেরা ধনীতম ব্যক্তি (Education Qualification of top billionaires) মুকেশ আম্বানি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিপ্রাপ্ত। জানা যায় ১৯৭৫ সালে তার স্কুল জীবন শেষ হয়। মুম্বইয়ের সেন্ট মেরি বিদ্যালয়ের ছাত্র ছিলেন মুকেশ আম্বানি। এরপর মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে MBA তে ভর্তি হলেও পরে MBA ছেড়ে দিয়ে বাবার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে প্রবেশ করেন তিনি।

Advertisements
২) বিল গেটস

বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি হলেন তিনি। তবে শিক্ষা ক্ষেত্রে তার নাম জুড়ে আছে কলেজ ছুট পড়ুয়াদের তালিকায়। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি হন। কিন্তু তিনি ডিগ্রি অর্জনের আগেই মাঝ পথে পড়াশোনা ছেড়ে দেন। এরপর তিনি তার বন্ধু পল অ্যালেনের সঙ্গে যৌথ প্রচেষ্টায় মাইক্রোসফট তৈরি করেন।

Advertisements

আরও পড়ুন ? Richest Zodiac signs: কোটিপতি এলন মাস্ক থেকে মুকেশ আম্বানি কোন রাশির জাতক!

৩) বার্নার্ড আর্নল্ট

বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট প্যারিসের ইকোল পলিটেকনিক নামক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এই কলেজ এর পড়াশোনা শেষ করার পর তার বাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যোগ দেন তিনি। ১৯৮৯ সালে লুই ভিটনের সঙ্গে প্রসাধন সামগ্রীর ব্যবসা শুরু করেন। তাদের ব্র্যান্ডের নাম হয় LVMH।

৪) এলন মাস্ক

বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যাক্তিদের মধ্যে অন্যতম এলন মাস্ক হলেন ব্যাটারি চালিত গাড়ি টেসলা ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যান্ডেলের মালিক। উচ্চ শিক্ষিত এলন মাস্কের ঝুলিতে আছে একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (Education Qualification of top billionaires)। তিনি কানাডার অন্টারিও এলাকার কিংস্টন কুইন্স বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তবে অল্প কিছুদিনের মধ্যেই বদলি হয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে চলে আসতে হয় তাকে। সেখানে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে পদার্থবিদ্যায় PhD শুরু করেন। কিন্তু শিক্ষার এই সর্বোচ্চ ডিগ্রি তিনি অর্জন করতে পারেননি কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জমা দেওয়া তত্ত্ব বাতিল করে দেয়।

Advertisements