Longest Cable Bridge of India: চালু হল দেশের সবচেয়ে লম্বা কেবল ব্রিজের, জানুন খরচ আর সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দেশের সবচেয়ে লম্বা কেবল ব্রিজের (Longest Cable Bridge of India) উদ্বোধন করলেন। দেশের সবচেয়ে লম্বা কেবল ব্রিজটি তৈরি করা হলো গুজরাটের দ্বারকায়। এই ব্রিজটি পুরাতন দ্বারকা এবং নতুন দ্বারকা অর্থাৎ ওখা ও ভেট দ্বারকার সংযোগ সেতু হিসেবে কাজ করবে। দেশের সবচেয়ে লম্বা কেবল ব্রিজের নাম দেওয়া হয়েছে সুদর্শন সেতু (Sudarshan Setu)।

Advertisements

২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই সেতুর শিলান্যাস করেছিলেন। এরপর ২০২৪ সালে তার হাত দিয়েই এই সেতুর উদ্বোধন হলো। এই সেতুটি নির্মাণ করতে ৯৭৯ কোটি টাকা খরচ করা হয়েছে। এই সেতুর নকশা একেবারেই আলাদা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সেতুর ফুটপাতে লেখা হয়েছে গীতার শ্লোক এবং আঁকা হয়েছে শ্রীকৃষ্ণের ছবি। সেতুর মধ্যে গীতার শ্লোক এবং শ্রীকৃষ্ণের ছবি এই সেতুকে অভিনব করে তুলেছে।

Advertisements

দেশের সবচেয়ে লম্বা এই কেবল সেতুর মোট দৈর্ঘ্য হলো ২.২৩ কিলোমিটার। সেতুতে রয়েছে মোট চারটি লেন। চারটি লেন ছাড়াও রয়েছে ফুটপাত। ফুটপাত তৈরি করা হয়েছে সেতুর দুদিকেই। সেতুটিকে চার লেন করার জন্য ২৭.২০ মিটার চওড়া করা হয়েছে। ফুটপাত ২.৫০ মিটার চওড়া। এতদিন পর্যন্ত ওখা এবং ভেট দ্বারকার মধ্যে জলপথে যাতায়াত করতে হলেও এবার এই সেতুর মাধ্যমে সড়কপথে যাতায়াত করা যাবে।

Advertisements

আরও পড়ুন ? Pamban Bridge: এই দিন উদ্বোধন হবে দেশের প্রথম ভার্টিক্যাল লিফট পাম্বান সেতুর, দেখে নিন বৈশিষ্ট্য

আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে এই সেতুতে। সেতুর মাথায় লাগানো হয়েছে সোলার প্যানেল। সোলার প্যানেল লাগানোর পরিপ্রেক্ষিতে সেতুর জন্য যে বিদ্যুৎ খরচ হবে তা সেতু থেকেই পাওয়া যাবে। যে সকল সোলার প্যানেল লাগানো হয়েছে সেখান থেকে প্রতিদিন এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। ফলে এই সেতুকে একপ্রকার আত্মনির্ভর সেতুও বলা যেতে পারে।

কেন্দ্র সরকারের তরফ থেকে গত জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়েছিল দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর। মহারাষ্ট্রে দেশের দীর্ঘতম সমুদ্র সেতু তৈরি হওয়ার পর এবার নতুন প্রাপ্তি হিসেবে দেশ পেল দেশের সবচেয়ে লম্বা কেবল সেতু। এবার দেশের সবচেয়ে লম্বা কেবল সেতু তৈরি হলো গুজরাটে। লোকসভা ভোটের আগে এইভাবে একের পর এক নতুন প্রাপ্তি কেন্দ্রের বিজেপি সরকারকে অনেকটাই এগিয়ে রাখছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements