Mukesh Ambani was spotted to serve Food to invitees on his Son’s pre-wedding ceremony: বিলিয়নেয়ার মুকেশ আম্বানির (Mukesh Ambani) চর্চা প্রত্যেকদিনই থাকে খবরের শিরোনামে। তার ব্যবসা থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন সবই হলো মুখরোচক খবর। তার কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি শীঘ্রই রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বুধবার জামনগরের রিলায়েন্স টাউনশিপের কাছে জোগওয়াদ গ্রামের গ্রামবাসীদের খাবার পরিবেশন করে প্রাক-বিবাহের অনুষ্ঠান শুরু করেছেন আম্বানি পরিবার। এই অনুষ্ঠানে দেখা গেল আম্বানি পরিবারের সকল সদস্যকে। সাধারণ মানুষকে খাবার পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছে গোটা পরিবার।
অনন্ত আম্বানি হলো রিলায়েন্সের নতুন শক্তি ব্যবসায়ের একজন পরিচালক এবং মুকেশ আম্বানির (Mukesh Ambani)তিন সন্তানের একজন। তিনি হলেন মুকেশ আম্বানির সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী। নিজের ঘনিষ্ঠ পুত্রের বিবাহে কোনরকম ত্রুটি রাখতে চায় না শিল্পপতি মুকেশ আম্বানি। তারই ঝলক দেখা গেছে প্রাক বিবাহ অনুষ্ঠানে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহের উৎসব। অতএব সেখানে ধুমধাম করে অনুষ্ঠান হবে সেটাই স্বাভাবিক। শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আম্বানি পুত্র এবং সেই অনুষ্ঠানের সূচনা হলো ‘আন্না সেবা’ দিয়ে। এই অনুষ্ঠানে নিজের সমস্ত রকম অহংকার হলে সাধারণ গ্রামবাসীকে খাবার পরিবেশন করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
প্রাক বিবাহের অনুষ্ঠান এর মধ্য দিয়ে বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুই পরিবারের মধ্যে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ১২০০ অতিথিকে। অতিথিদের আপ্যায়নেও কোনরকম ত্রুটি রাখেনি আম্বানি পরিবার। পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে রিলায়েন্সের প্রধান তেল শোধনাগারের কাছে জামনগরের একটি শহরে সংঘটিত হয় এই উৎসব। মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্রের বিয়ের অতিথি তালিকা দেখলে চক্ষু চড়ক কাজ হবার মত অবস্থা।
অতিথি তালিকায় রয়েছেন সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, গুগলের প্রেসিডেন্ট ডোনাল্ড হ্যারিসন, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ কুইরোগা, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারপারসন ক্লাউস শোয়াব। রিহানার মতো সেলিব্রেটি, বলিউডের চলচ্চিত্র তারকা যেমন শাহরুখ খান এবং সালমান খান, বিল গেটস, মেটার মার্ক জুকারবার্গ, সহযোগী ভারতীয় বিলিয়নেয়ার গৌতম আদানি এবং কুমার মঙ্গলম বিড়লা, পাশাপাশি অনেক ক্রিকেটারও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।