Radhika Merchant Car Collection: টেক্কা দেবে আম্বানিদেরও, দেখে নিন অনন্তের হবু বউ রাধিকার গাড়ির কালেকশন

Know about the Car Collection of Radhika Merchant: ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে বেজেছে বিয়ের সানাই। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant Car Collection) বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল আগেই। ১-৩ মার্চ গুজরাতের জামনগরে অনুষ্ঠিত হচ্ছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান পর্ব। বিশ্বের বহু বড় বড় ব্যাক্তিদের উপস্থিতিতে সম্পন্ন হতে চলেছে এই অনুষ্ঠান। দেশ বিদেশের বহু গণমান্য ব্যক্তি এখানে উপস্থিত থাকবেন বলেই এই অনুষ্ঠানে নজর কাড়তে পারে বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি। তবে বিলাসবহুল নামি দামি কোম্পানির গাড়ির দিক থেকে পিছিয়ে নেই মুকেশ আম্বানির হবু পুত্রবধূ ও।

জানা যাচ্ছে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাদের হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে (Radhika Merchant Car Collection) ৩.৭৮ কোটি টাকা মূল্যের বিলাসবহুল বেন্টলে কন্টিনেন্টাল জিটি উপহার দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা সুপারকার হলো এই বেন্টলে কন্টিনেন্টাল জিটি। বিলাসবহুল এই গাড়িটিতে আছে ৬ লিটারের W12 ইঞ্জিন। এই গাড়ি ৬১৫ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এর সর্বোচ্চ গতি ৩১৮ কিমি প্রতি ঘণ্টা।

তবে শুধু এই বিলাসবহুল গাড়িটিই নয়, রাধিকা মার্চেন্টের গ্যারাজে রয়েছে আরো বিভিন্ন উন্নত মানের গাড়ি। বেন্টলে বেনটেগা রয়েছে তার সংগ্রহে। V8 ইঞ্জিন যুক্ত এবং ৪৪৩ হর্সপাওয়ার শক্তি সম্পন্ন এই গাড়িটির ভারতের বাজারমূল্য ৭ কোটি টাকা। এছাড়াও আম্বানির পুত্রবধূর আছে রোলস রয়েস ফ্যান্টম। V12 ইঞ্জিন যুক্ত এই গাড়িটির ভারতের বাজারমূল্য ১০.২৫ কোটি টাকা।

আরও পড়ুন 👉 Anant Ambani pre-wedding: দুপুরে ২২৫, রাতে ২৭৫! দেখে নিন অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে খাবারের মেনু

শতাব্দী প্রাচীন গাড়ি সংস্থা রোলস রয়েস এর আরো একটি বিলাসবহুল গাড়ি আছে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant Car Collection) এর সংগ্রহে। রোলস রয়েসের সেই বিলাসবহুল চমৎকার গাড়িটি হলো SUV রোলস রয়েস কুলিনান। বর্তমান ভারতবর্ষে এই গাড়ির বাজারমূল্য 7 কোটি টাকারও বেশি। শক্তিশালী ইঞ্জিন। এই গাড়িতে রয়েছে অত্যন্ত শক্তিশালী V12 ইঞ্জিন। অতি শক্তিশালী এই ইঞ্জিন সর্বোচ্চ ৫৬৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। ব্রিটিশ ব্র্যান্ডের এই বিলাসবহুল উন্নত মানের গাড়িটি মুকেশ আম্বানি এবং বলিউড বাদশা শাহরুখ খানের কাছেও রয়েছে।

অর্থাৎ মুকেশ আম্বানির বৌমা বিলাসবহুল গাড়ির সংগ্রহে আম্বানি পরিবারের থেকে কিছু কম যান না। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের সবথেকে দামি বাড়ি অর্থাৎ ভারতের ধনকুবেরের অ্যান্টিলাতে একটি তলা শুধু গাড়ি পার্ক করার জন্যই ব্যবহার করা হয়। জানা যায় সেখানে স্থান পায় রোলস রয়েস, বেন্টলে, টেসলা, পোর্শে, ফেরারি, ল্যাম্বর্ঘিনি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডাব্লিউ সহ বিশ্বের একাধিক নামি কোম্পানির 160 টি সুপারকার।