KKR vs PBKS: যেমন KKR, তেমনই PBKS, আইপিএলের ইডেনের এক ম্যাচে ৭ রেকর্ড! দেখে নিন কি কি

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার রাতে আইপিএলের ৪২ তম ম্যাচ যেন রেকর্ড গড়ার জন্যই রাখা হয়েছিল। আবার এই রেকর্ড সেই মাঠে হলো, যে মাঠ বরাবর রেকর্ড গড়ার সাক্ষী হয়ে থাকে। ইডেন, যেখানে বারংবার বিভিন্ন ফরম্যাটের ম্যাচে একের পর এক রেকর্ডের সাক্ষী থাকতে দেখা গিয়েছে। আর এই মাঠেই শুক্রবার কলকাতা ও পাঞ্জাবের (KKR vs PBKS) খেলায় সাত সাতটি রেকর্ড তৈরি হল।

শুক্রবার ইডেনে যে সকল দর্শকরা উপস্থিত ছিলেন তাদের পয়সা উসুল বলা যেতেই পারে। কেননা এই দিনের ম্যাচে যেমন কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে ২৬১ রান তোলে, ঠিক সেই রকমই আবার এর পাল্টা দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব আরও বিধ্বংসী রূপে মাঠে নাম। পাঞ্জাব কলকাতার এত বড় রানীর পাহাড় টপকে যায় ১৮.৪ ওভারেই। এখন রেকর্ডের দিকে নজর রাখা যাক।

১) পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কলকাতা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬১ রান তোলে। ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেনসে এটিই হল কলকাতা নাইট রাইডার্সের সর্বাধিক রান।

২) কলকাতার দেওয়া ২৬২ রানের লক্ষ্যমাত্রা যেভাবে পূরণ করেছে পাঞ্জাব, তাতে তা কেবল আইপিএল নয়, পাশাপাশি তৈরি হলো টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজ গত মার্চে দক্ষিণ আফ্রিকাকে ২৫৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল এবং তা পূরণ করেছিল দক্ষিণ আফ্রিকা।

৩) শুক্রবারের ম্যাচে নতুন এক অধ্যায় দেখা যায় যা আগে কোনদিন দেখা যায়নি। এই ম্যাচে কলকাতা এবং পাঞ্জাব দুই দলের ওপেনারদেরই ৫০ রানের বেশি সংগ্রহ করতে দেখা যায়।

৪) এক ম্যাচের এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড তৈরি করল পাঞ্জাব। তারা শুক্রবারের ম্যাচে কলকাতার বিরুদ্ধে ২৪টি ছক্কা হাঁকিয়েছে। ওভার বাউন্ডারি থেকেই তাদের রান এসেছে ১৪৪।

৫) আবার একইভাবে একটি আইপিএল ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড তৈরি হয় শুক্রবার। দুটি ইনিংস মিলিয়ে মোট ৪২ টি ছক্কা দেখতে পান দর্শকরা। দুই ইনিংসে ছক্কা থেকেই সংগৃহীত রানের সংখ্যা ২৫২। এর আগে একটি ম্যাচে ৩৮ টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল।

আরও পড়ুন 👉 IPL Superstar Salary: একলাফে বেতন দ্বিগুণ হয়ে গেল রিঙ্কুর, এখন কত পাবেন KKR সুপারস্টার

৬) আইপিএলে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ৫৪৯। এই রেকর্ড ভাঙতে না পারলেও শুক্রবার কলকাতা ও পাঞ্জাবের ম্যাচ থেকে আসা ৫২৩ রান তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলো।

৭) আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে কলকাতার সর্বাধিক রান রয়েছে ১৮৪। ২০১৭ সালে এই রেকর্ড গড়েছিলেন গৌতম গম্ভীর এবং ক্রিস লিন। এই তালিকায় এবার দ্বিতীয় স্থানে এলো সুনীল নারিন ও ফিল সল্টের ১৩৮ রানের পার্টনারশিপ। যে পার্টনারশিপ রান তৈরি হয় শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে।