HS Result Timings: ঠিক ক’টার সময় বেরোবে উচ্চমাধ্যমিকের ফলাফল, কখন দেখা যাবে অনলাইনে, কখন পাওয়া যাবে মার্কশিট

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাসেই হয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকারা ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরেই ফলাফল (HS Result) প্রকাশ নিয়ে বিভিন্ন জায়গায় নানান ধরনের জল্পনা তৈরি হচ্ছিল।

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে কেউ কেউ বলছিলেন এপ্রিল মাসেই ফলাফল প্রকাশ হতে পারে, কেউ কেউ আবার বলছিলেন মে মাসে ফল প্রকাশ হবে। এই সমস্ত জল্পনা কে দূর করে বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন, ২ মে মাধ্যমিক এবং ৮ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই ঘোষণার পর আর কয়েক দিন অপেক্ষা তারপরেই পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর এখন আবার আরেক প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেটি হল কখন (HS Result Timings) ফল প্রকাশ হবে অর্থাৎ সময় নিয়ে। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সকাল ন’টায় এবং তারপর ৯:৪৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। ওইদিনই স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন 👉 Weather News: ৪২-৪৩ ডিগ্রী ট্রেলার! দক্ষিণবঙ্গের তাপমাত্রা এত সালের মধ্যে পৌঁছে যাবে ৫০ ডিগ্রিতে

তবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল সকাল দিকে প্রকাশ হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু সকাল থেকে প্রকাশ করা হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, ৮ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন দুপুর ১টার সময় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। আবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই অনলাইনে ফলাফল দেখা যাবে না।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার দু’ঘণ্টা পর অর্থাৎ দুপুর ৩টে থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। আবার যেদিন ফলাফল প্রকাশ হবে সেই দিনই পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পাবে না। মার্কশিট দেওয়া শুরু হবে ১০ মে থেকে। এক্ষেত্রে যারা অনলাইনে ফলাফল দেখতে চায় তাদের www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।