Weather News: ৪২-৪৩ ডিগ্রী ট্রেলার! দক্ষিণবঙ্গের তাপমাত্রা এত সালের মধ্যে পৌঁছে যাবে ৫০ ডিগ্রিতে

South Bengal temperature will reach 50 degrees Centigrade: দেখা নেই বৃষ্টির। এদিকে হু হু করে বাড়ছে তাপমাত্রা। সূয্যি মামার তাপে বাইরে বেরোনো দায় হয়ে উঠেছে। এদিকে জ্বলন্ত রোদের তাপে ঘর হয়ে উঠছে গরম। ঘরেও থাকা যাচ্ছে না। ঘর-বাহির কোথাও শান্তি পাচ্ছে না মধ্যবিত্ত ঘরের মানুষেরা। অস্বস্তিকর গরমে পুড়ছে শরীর। এই আবহে দক্ষিণবঙ্গবাসীর নাগরিকদের জন্য আগামী দিনগুলির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর (Weather News)। দিনদিন যে হার তাপমাত্রা বাড়ছে তাতে করে ভয়ংকর পরিস্থিতি তৈরী হতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে এখন থেকেই আবহাওয়ার সতর্কতা জারি করল বিশেষজ্ঞরা। আগামী বছরগুলিতে কেমন থাকবে আবহাওয়া? খারাপ পরিস্থিতি রোধ করতে কি করতে হবে? জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই সতর্ক হোন, জেনে নিন কি কি করতে হবে।

গত মঙ্গলবার বিশ্ব আবহাওয়া তরফে গত কয়েক বছরের একটি সমীক্ষা তুলে ধরা হয়েছে। যেখানে দেখানো হয়েছে গত কয়েক দশকে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। পাশাপাশি দেখানো হয়েছে এশিয়ার পরিস্থিতি। যা দেখে পূর্বাভাস (Weather News) পাওয়া যাচ্ছে আগামী বছরগুলিতে সাধারণ মানুষের জন্য কি অপেক্ষা করছে।

সমীক্ষা বলছে, গত তিন দশকে বিশ্বব্যাপী গড়ের তুলনায় বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। যার প্রভাবে গোটা দেশের মধ্যে উত্তর অঞ্চলের কয়েকটি রাজ্য, বাংলা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রার পরিমাণ বেশি। শুধু তাই না, সমীক্ষায় দেখা যাচ্ছে গত বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্যোগ প্রবণ জায়গা হয়ে উঠেছিল এশিয়া। যেখানে বন্যার কারণে অধিক মানুষের প্রাণহানি, আর্থিক ক্ষয়ক্ষতি, তাপপ্রবাহে বহু মানুষের হিটস্ট্রোক সহ দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রভাবিত করেছিল এই রেকর্ড ব্রেকিং তাপমাত্রা।

আরও পড়ুন 👉 Heatwave Red Alert: দফারফা ঠান্ডা! এবার ৪৩-৪৪ ডিগ্রিকে অতীত করে ৪৮ ডিগ্রি ছাড়াবে দক্ষিণবঙ্গের এই জেলার তাপমাত্রা

রিপোর্ট পর্যবেক্ষণ করলে দেখা যায়, ২০২০ সাল পর্যন্ত গড় যে তাপমাত্রা ছিল তার তুলনায় ২০২৩ সালে পূর্ব ভারতে, বিশেষ করে বিহার, ঝাড়খন্ড ও বাংলার দিকে তাপমাত্রা প্রায় ০.৫ ডিগ্রি থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ২০২০ সালের তুলনায় ২০২৩ সালে এশিয়ার বার্ষিক সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বেশ অনেকটাই বেশি ছিল। প্রায় ০.৯১ ডিগ্রী সেন্টিগ্রেট । যা রেকর্ডিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।

ফলস্বরূপ, গত কয়েক দশকের তাপমাত্রার সমীক্ষা অনুযায়ী বিশেষজ্ঞদের মূল্যায়ন, আগামী ২০৮১ সাল থেকে ২১০০ সালের মধ্যে দক্ষিণবঙ্গের শহরগুলিতে রেকর্ড গড়বে তাপমাত্রা (Weather News)। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। তাই এই তাপমাত্রা রোধ করার জন্য এখন থেকেই সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ যত শীঘ্র সম্ভব কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা। তা না হলে আগামী দিনে দেশের পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে।