Extra Local Trains: রবিবার জয়েন্ট এন্টারেন্স পরীক্ষা, বাড়তি ৬ জোড়া লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল, দেখে নিন সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : আগামী রবিবার অর্থাৎ ২৮ এপ্রিল রয়েছে রাজ্যে জয়েন্ট এন্টারেন্স পরীক্ষা (Joint Entrance Examination)। ওই পরীক্ষার দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা ছুটে যাবেন নিজেদের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য। আর এই সকল পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোন অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল (Indian Railways)।

দেশের অধিকাংশ মানুষেরাই এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার জন্য রেল পরিষেবার ওপর সবচেয়ে বেশি ভর করে থাকেন। এই কথা মাথায় রেখেই রেলের তরফ থেকে আগামী রবিবার ৬ জোড়া লোকাল ট্রেন অতিরিক্ত ট্রেন হিসাবে চালানোর পাশাপাশি মেট্রোতেও বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবেন তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য হাওড়া ডিভিশনে ভোর ৫:৪৫ মিনিট থেকেই লোকাল ট্রেন চালানো শুরু করে দেওয়া হবে। ৫:৪৫ মিনিট থেকে সকাল ৮:৪০ মিনিট পর্যন্ত এবং বৈকাল ৪:২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬:১৫ মিনিট পর্যন্ত বাড়তি 6 জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল ট্রেনগুলি কোন কোন রুটে চলবে? চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন 👉 Indian Railways Sealdah Division: লোকাল ট্রেনে ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ! এবার শিয়ালদায় নয়া পরিকল্পনা রেলের

৩৬০৮১ হাওড়া থেকে মশাগ্রাম লোকাল ট্রেনটি ছাড়বে ৫:৪৫ মিনিটে।

৩৭২১৭ হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনটি ছাড়বে ৭:০৫ মিনিটে।

৩৭০৪১ হাওড়া থেকে শেওড়াফুলি লোকাল ট্রেনটি ছাড়বে ৭:৩০ মিনিটে।

৩৭০১১ হাওড়া থেকে শ্রীরামপুর লোকাল ট্রেনটি ছাড়বে ৭:৪৫ মিনিটে।

৩৭০৬১ হাওড়া থেকে শেওড়াফুলি লোকাল ট্রেনটি ছাড়বে বিকেল ৫ টায়।

৩৭৫১১ বালি থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনটি ছাড়বে বিকেল ৫:৫২ মিনিটে।

৩৬০৮২ মশাগ্রাম থেকে হাওড়া লোকাল ট্রেনটি ছাড়বে ৮:০৬ মিনিটে।

৩৭২৩০ ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেনটি ছাড়বে ৮:২৮ মিনিটে।

৩৭০৪২ শেওড়াফুলি থেকে হাওড়া লোকাল ট্রেনটি ছাড়বে ৮:২০ মিনিটে।

৩৭০১২ শ্রীরামপুর থেকে হাওড়া লোকাল ট্রেনটি ছাড়বে ৮:৪০ মিনিটে।

৩৭০৬২ শেওড়াফুলি থেকে হাওড়া লোকাল ট্রেনটি ছাড়বে বিকেল ৬:১৩ মিনিটে।

৩৭৫১২ ব্যান্ডেল থেকে বালি লোকাল ট্রেনটি ছাড়বে বিকেল ৪:২৫ মিনিটে।