Speculation on Rajanya Haldar: মমতার চয়েস রাজন্যা বিজেপিতে! জোর জল্পনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দলের উঠতি নেতা নেত্রীদের মধ্যে যার কথা না বললেই নয় তিনি হলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)। রাজ্যের বাসিন্দারা গত ২১ জুলাইয়ের আগে কিন্তু এই তরতাজা তরুণীকে সেই ভাবে চিনতেন না। তাকে চিনিয়েছে তৃণমূলের একুশের মঞ্চ। যে একুশের মঞ্চে নিজের ক্ষুরধার বক্তব্য রেখে কাঁপিয়ে দিয়েছিলেন গোটা রাজ্য।

তৃণমূলের একুশের শহীদ মঞ্চে বক্তব্য রাখা তো দূরের কথা মঞ্চে অনেকের জায়গাটুকু হয় না। কিন্তু সেই জায়গাতেই তাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছিলেন খোদ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তারপর থেকে তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে যায় যে রাজ্যের যেকোনো কোণের মানুষেরা এক নামের রাজন্যাকে চিনতে শুরু করেন। কিন্তু এমন একজন উঠতি তরতাজা তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীই শেষমেশ যোগ দিচ্ছেন বিজেপিতে?

রাজন্যা হালদারের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে। শোনা যাচ্ছে তাকে নাকি আগামী ৭ মার্চ পর্যন্ত নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে বিজেপি। শুধু রাজন্যা নয়, রাজন্যার পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজন্যার হবু বর প্রান্তিককে নিয়েও। আর এই সব জল্পনা তৈরি হতেই লোকসভা ভোটের আগে তাপস রায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ট্রেন্ডিংয়ে চলে এসেছেন রাজন্যাও।

আরও পড়ুন 👉 Rajanya Halder Engagement: ক্রাশদের মাথায় হাত! হয়ে গেল আঙটি বদল, এই সুপুরুষকে বিয়ে করবেন রাজন্যা

রাজন্যা এবং প্রান্তিককে বিজেপিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয়েছে সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন রাজন্যা হালদার। আমাদের প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিতে চাই বিজেপি এবং তারই পরিপ্রেক্ষিতে তাকে বিজেপিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখন প্রশ্ন তাহলে কি রাজন্যা হালদার লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন? এই বিষয়ে রাজন্যা হালদার আমাদের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। তাকে লোকসভা ভোটে প্রার্থী করার অফার দেওয়া হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই তৃণমূলে একজন তৃণমূল কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবেন।