Patha Sathi Motel: বাংলায় জাতীয় সড়কের পাশে তৈরি হবে মোটেল, বড় চুক্তি সেরে ফেলল রাজ্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Patha Sathi Motel will be built next to the national highway in Bengal: বাংলার মুকুটে এবার জুড়তে চলেছে নতুন পালক। কারণ খুব শীঘ্রই আপিজে সুরেন্দ্র পার্ক হোটেল গ্রুপ সারা বাংলা জুড়ে নির্মাণ করতে চলেছে পথসাথী মোটেল (Patha Sathi Motel)। তাদের তৈরি বিলাসবহুল মোটেল বিরাজ করবে সারা বাংলার বিভিন্ন প্রান্তে। ইএম বাইপাসে তৈরি হবে তাদের নির্মিত হোটেল। শুধু তাই নয়, বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ন পর্যটন কেন্দ্র দিঘাতেও তৈরি হবে আপিজে গ্রুপের হোটেল।

Advertisements

বর্তমানে বাংলায় আপিজে সুরেন্দ্র পার্ক হোটেল গ্রুপ এর মোট চারটি হোটেল রয়েছে। সেই হোটেল গুলির মধ্যে অন্যতম হল দ্য পার্ক হোটেল। আর এবার বাংলা জুড়ে একের পর এক চোখ ধাঁধানো হোটেল তৈরি করবে এই গ্রুপ। পথসাথী মোটেল (Patha Sathi Motel) তৈরি করার জন্য ইতিমধ্যেই তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করেছেন। আপিজে সুরেন্দ্র পার্ক হোটেল গ্রুপ এর চেয়ারপার্সন প্রিয়া পাল বাংলার পথসাথী প্রকল্পের সঙ্গে তাদের এই চুক্তির কথা জানিয়েছেন।

Advertisements

জানা গেছে সারা রাজ্যে প্রথমে ৯ টি জায়গায় এই ধরনের মোটেল তৈরি করা হবে। আপিজে সুরেন্দ্র পার্ক হোটেল গ্রুপ এর চেয়ারপার্সন প্রিয়া পাল জানিয়েছেন ইতিমধ্যেই ২-৩ মাস আগে তারা কার্শিয়াংয়ে ও নন্দকুমারে হোটেল তৈরি করেছেন। তিনি আরো জানিয়েছেন নতুন যে মোটেল গুলি তৈরি করা হবে সেগুলিতে ব্যাঙ্কোয়েট হল সহ আরো বিভিন্ন ধরনের রুম থাকবে।

Advertisements

আরও পড়ুন ? Bharatmala Mega Project: ভারতমালা অতীত! এবার জাতীয় সড়ক তৈরিতে মেগা প্ল্যান কেন্দ্র সরকারের

প্রিয়া পাল আরো জানিয়েছেন নতুন নির্মিত এই মোটেল (Patha Sathi Motel) গুলিতে ২-৩ টি থেকে ১০-১২ টি করে রুম থাকবে। অঞ্চল এর ভিত্তিতে মোটেলের অবস্থানের উপর নির্ভর করে এই ঘরের সংখ্যা নির্ধারণ করা হবে। যারা মূলত হাইওয়ে থেকে যাত্রা শুরু করেন তাদের জন্য খাবার সহ নানা ধরনের পরিকাঠামো করার প্রয়োজন হয়। তাই এই নবনির্মিত মোটেলে এই ধরনের ব্যবস্থা গুলিও করা হবে।

হোটেল ছাড়াও বিভিন্ন স্থানে করা হবে সার্ভিস অ্যাপার্টমেন্ট। জানা গেছে অম্বুজা নেওটিয়া ও আপিজে গ্রুপের মধ্যে যৌথ উদ্যোগে এটা করা হবে। সারা বাংলা জুড়ে এবার তৈরি হচ্ছে একের পর এক হোটেল। শুধু হোটেলই নয়, পাশাপাশি তৈরি হবে ঝাঁ চকচকে মোটেল। এই সব হোটেল ও মোটেল গুলিতে স্বাচ্ছন্দ্যের জন্য সমস্ত আরামদায়ক ব্যবস্থা করা থাকবে। কলকাতার বাইপাসের ধারে তৈরি হওয়া এই মোটেল গুলি হয়ে উঠবে আরো উন্নত। বাংলায় হোটেল ব্যবসায় এবার এই বিরাট বিনিয়োগের ফলে বাংলার প্রভূত উন্নতি হবে বলেই আশা করা যাচ্ছে।

Advertisements