DA and DR Hiked: সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের বড় সুখবর দিল কেন্দ্র, বাড়ানো হলো ডিএ ও ডিআর

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে হাজির কেন্দ্র সরকার (Central Government)। কেননা এই দিন কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করা হলো। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয়, এর পাশাপাশি কেন্দ্রীয় পেনশনভোগিদের জন্যও সুখবর দিয়ে DR বৃদ্ধি (DA & DR Hiked) করার ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে তা নিয়ে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলো কেন্দ্র। লোকসভা ভোটের আগে দিয়ে বৃদ্ধি রীতিমতো হাসি ফুটিয়েছে সরকারি কর্মচারীদের মুখে। অন্যদিকে একই ভাবে ডিআর বৃদ্ধিও পেনশনভোগিদের মুখে হাসি ফুটিয়েছে।

এখন দেখে নেওয়া যাক কত শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হলো? কবে থেকে লাগু হবে বর্ধিত বিয়ে এবং ডিআর? নতুন করে ডিএ এবং ডিআর বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে অথবা কত টাকা পেনশন বৃদ্ধি পাবে? এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরিপ্রেক্ষিতে।

আরও পড়ুন ? Higher Secondary Result: চলবে না কোনো গাফিলতি! উচ্চমাধ্যমিকের খাতা দেখা থেকে নম্বর দেওয়া নিয়ে নয়া নির্দেশিকা জারি সংসদের

ঘোষণা অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য ৪% হারে ডিএ ও ডিআর বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। নতুন এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ৫০ শতাংশ। অর্থাৎ তারা এবার বেসিক বেতনের অর্ধেক ডিএ হিসাবে পাবেন। নতুন ডিএ এবং ডিআর-এর হার কার্যকর হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ ৭ মার্চ ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করা হলেও জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মচারীরা তা পেয়ে যাবেন।

নতুন এই ঘোষণা অনুযায়ী বর্তমানে যদি কোন সরকারি কর্মচারীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হয় তাহলে তিনি এখন ডিএ বাবদ পাবেন ২৫ হাজার টাকা। কেননা ডিএ দেওয়া হয়ে থাকে সরকারি কর্মচারীদের বেসিক বেতনের ওপর ভিত্তি করে। এক্ষেত্রে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন ৫০ হাজার টাকা তারা মাসের শেষে ৭৫ হাজার টাকা পাবেন। একইভাবে পেনশনভোগীরাও সুবিধা পাবেন।