HRA Hiked by Central Govt: শুধু DA নয়, এবার বাড়ানো হলো HRA-ও! সুখবর দিল কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Govt Employees) DA বৃদ্ধি করা হবে। অবশেষে সেই জল্পনাতেই বৃহস্পতিবার সিলমোহর দেয় কেন্দ্র। কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও ৪ শতাংশ DA পাবেন। তাদের এখন মোট DA হবে ৫০ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই এই হার প্রযোজ্য হবে।

Advertisements

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে যেমন জল্পনা চলছিল ঠিক সেই রকমই আবার HRA বৃদ্ধি (HRA Hiked by Central Govt) নিয়েও জল্পনা চলছিল আর তাতেও সিলমোহর দিয়েছে কেন্দ্র। হিসেব অনুযায়ী ৫০ শতাংশ ডিএ হলেই এইচআরএ-ও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। আর সেই বিষয়েই DA-র পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এইচআরএ বৃদ্ধি করা হয়েছে।

Advertisements

X, Y, Z এই তিন ক্যাটাগরির সরকারি কর্মচারীরা তাদের বাড়ি ভাড়া অর্থাৎ এইচআরএ বৃদ্ধির সুবিধা পাবেন বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ বাড়ি ভাড়া বৃদ্ধির পরিমাণ হল ৩ শতাংশ। এই বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ৯০০০ কোটি টাকা খরচ করা হবে বলে জানানো হয়েছে। এখন দেখে নেওয়া যাক কারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন এবং তাদের কত পরিমাণ এইচআরএ বৃদ্ধি করা হলো।

Advertisements

X ক্যাটাগরির মধ্যে সেই সকল সরকারি কর্মচারীরা পড়েন যারা দিল্লি, অহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই, পুনে, চেন্নাই বা কলকাতার মত মেট্রো শহর গুলিতে বসবাস করেন। এই সকল সরকারি কর্মচারীদের আগে এইচআরএ ছিল ২৭ শতাংশ। তাদের ৩ শতাংশ এইচআরএ বৃদ্ধি করা হচ্ছে এবং তারা এখন পাবেন ৩০% এইচআরএ।

আরও পড়ুন ? Dearness Allowance: ৩৯২.৮৩, DA বৃদ্ধির ম্যাজিক নম্বর! এটিই বাংলার সরকারি কর্মচারীদের হাতিয়ার

Y ক্যাটাগরির মধ্যে সেই সকল সরকারি কর্মচারীরা পড়েন যারা পাটনা, লখনউ, বিশাখাপত্তনম, গুন্টুর, বিজয়ওয়াড়া, গুয়াহাটি, চণ্ডীগড়, রায়পুর, রাজকোট, জামনগর, ভাদোদরা, সুরাট, ফরিদাবাদ ও গাজিয়াবাদের মত শহরগুলিতে কর্মরত। আগে তাদের ১৮ শতাংশ এইচআরএ ছিল এবং তারা এখন ২ শতাংশ এইচআরএ বৃদ্ধির ভিত্তিতে ২০ শতাংশ এইচআরএ পাবেন।

Z ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই সকল সরকারি কর্মচারীরা যারা X ও Y এলাকা বাদে কর্মরত। তারা আগে ৯ শতাংশ এইচআরএ পেতেন, তাদের ১ শতাংশ এইচআরএ বৃদ্ধি করা হয়েছে। সুতরাং তারা এবার ১০ শতাংশ এইচআরএ পাবেন।

Advertisements