Dearness Allowance: ৩৯২.৮৩, DA বৃদ্ধির ম্যাজিক নম্বর! এটিই বাংলার সরকারি কর্মচারীদের হাতিয়ার

Dearness Allowance of central government employees is going to increase again: সামনেই আসছে লোকসভা নির্বাচন। যদিও এখনও পর্যন্ত এই নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। তবে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে নানা জায়গায়। এরই মাঝে মহার্ঘ ভেতর জন্য মুখিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তিরাও। একদিকে যেমন শোনা যাচ্ছে শীঘ্রই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance), ঠিক অন্যদিকে রাজ্যে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে চলছে দীর্ঘ আন্দোলন।

বিভিন্ন জল্পনা অনুসারে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে কিছু দিনের মধ্যেই। সেই আশায় আপাতত দিন গুনছেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত ব্যাক্তিদের জন্য দফায় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন। মে মাস থেকেই বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) পেতে চলেছেন রাজ্যের কর্মীরা। এতদিন পর্যন্ত তারা ১০ শতাংশ হারে ডিএ পেতেন। তবে মে মাস থেকে পেতে চলেছেন ১৪%।

তবে মুখ্যমন্ত্রীর এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাতে একেবারেই খুশি নন রাজ্যের কর্মীরা। দীর্ঘদিন ধরেই তারা এই নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ব্যাক্তিরা যে পরিমাণ ডিএ পান, তাদেরকেও সেই সম পরিমাণ ডিএ দিতে হবে। এই নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলনের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আরো কঠোরতার সঙ্গে এই আন্দোলনকে জোরদার করে তুলছেন।

আরও পড়ুন 👉 DA and DR Hiked: সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের বড় সুখবর দিল কেন্দ্র, বাড়ানো হলো ডিএ ও ডিআর

আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নির্দিষ্ট ফর্মুলা মেনে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা হল {গত ১২ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর ২০০১= ১০০) – ২৬১.৪২}/ ১১৫.৭৬ X ১০০। এই নির্দিষ্ট হিসাবেই মহার্ঘ ভাতা লাভ করেন কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ব্যাক্তিরা। এই হাসান অনুযায়ী যে রিপোর্ট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ১২ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় হল ৩৯২.৮৩।

এই নির্দিষ্ট হিসাব অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২৪ সালের ডিএ (Dearness Allowance) বেড়ে ৫০.২৬ শতাংশ হওয়ার কথা। তবে সরকার এই অর্থনৈতিক হিসাবের ক্ষেত্রে দশমিকের ঘরকে গ্রাহ্য করে না। এই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে গেল ৫০ শতাংশ। এই কারণেই ক্ষোভ প্রকাশ করছেন রাজ্যের সরকারি কর্মীরা। কারণ সরকারের তরফ থেকে বাংলার সরকারি কর্মীদের মাত্র ১৪ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। মে মাসের পর থেকে বাংলায় ১৪ শতাংশ ডিএ যদি কার্যকর হয় সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের ডিএ-র ফারাক হবে ৩৬ শতাংশ।