SSKM: প্রথম কে? দ্বিতীয়, তৃতীয়ই বা কে? রাজ্যের কোন কোন হাসপাতালের পরিষেবা কেমন, দেখে নিন তালিকা

Prosun Kanti Das

Published on:

How are the services of any hospitals in the state: সাধারণ মানুষের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল বর্তমানে উন্নত ব্যবস্থা গ্রহণ করেছে। যখনই আপনি প্রথম সারির সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজের কথা বলেন তখনই মাথায় আসে কিছু কিছু নাম- এসএসকেএম (SSKM), কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস এবং আরজিকর। প্রত্যেকটি হাসপাতাল কলকাতার মধ্যেই অবস্থিত এবং বহু মানুষ দূরদূরান্ত থেকে এই হাসপাতালগুলিতে আসে চিকিৎসার জন্য। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রোগীকে পরিষেবা (Hospital Services) দেওয়ার ক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল এক নম্বর। আজকে জেনে নেবো কলকাতার অন্যান্য হাসপাতাল বা কলেজগুলির মধ্যে কার স্থান কোথায়।

স্বাস্থ্য দফতরের পোর্টাল অনুযায়ী, পারফরম্যান্স এর দিক থেকে দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অথবা সীমিত পরিকাঠামো সম্পন্ন কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ। জানলে অবাক হবেন কলকাতার কোনো মেডিক্যাল কলেজগুলির নাম দ্বিতীয় বা তৃতীয় স্থানে নেই। শুধুমাত্র প্রথম স্থানে জায়গা করে নিয়েছে SSKM, এই বিষয়ে অবাক স্বাস্থ্য আধিকারিকরা।

রোগীর পরিষেবা (Hospital Services) সংক্রান্ত সমস্ত তথ্য প্রতিদিন স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে আপলোড করে থাকে হাসপাতালগুলি। হাসপাতাল দ্বারা আপলোড করা সেই তথ্য গুলিকেই বিশ্লেষণ করে থাকে স্বাস্থ্য দপ্তর। রোগীদের পরিষেবা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য ভবনের তরফে একটি পারফরম্যান্স রিপোর্ট পেশ করা হয়। তথ্য অনুযায়ী এটাই প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন 👉 Government Hospitals: কেন্দ্রের থেকে মিলবে ৯ লক্ষ টাকা! কপাল খুলল বাংলার এই ৪ হাসপাতালের

কিসের ভিত্তিতে এই সমস্ত পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা হয়? এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো – আউটডোরে রোগীর সংখ্যা, ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা, ডিসচার্জের সংখ্যা, ই প্রেসক্রিপশন তৈরি, ল্যাবে রক্ত পরীক্ষা, নমুনা সংগ্রহ, ফার্মেসি স্টোর, কতজন রোগী বিনামূল্যে ওষুধ পাচ্ছেন? পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা হয় এইসব কারণগুলির ওপর। এসবের ওপর ভিত্তি করেই প্রতিদিন হাসপাতালে দৈনিক পারফরম্যান্স দেখতে পান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এই বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে পিজি (SSKM)।

কিন্তু বরাবরের জন্য দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কখনও থাকছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কিংবা সাগর দত্ত মেডিক্যাল কলেজ। যদিও অধিকারকরা বলেছেন, হাসপাতালগুলি যেভাবে তথ্য আপলোড করবে তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি থাকবে। মাসের প্রথম দিকে তথ্য আপলোডের ক্ষেত্রে হাসপাতালগুলি গাফিলতি দেখালেও পরে নিয়মিত সমস্ত তথ্য আপলোড করতে হয়।