Kalboishakhi Alert South Bengal: ধেয়ে আসছে কালবৈশাখী, ৫০-৬০ কিমি বেগে বইবে ঝড়! দক্ষিণবঙ্গে সর্তকতা জারি আলিপুরের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : টানা ১৯ দিন ধরে তীব্র গরমের পর অবশেষে শনিবার রাতে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির দেখা মেলে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রার পারদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার মোটামুটি ভাবে কিছুটা কম ছিল। তবে একেবারেই যে স্বস্তি ফিরেছে তা নয়। কিন্তু আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, স্বস্তি ফিরবে।

রবিবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলাতে বৃষ্টি (Rain) হবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সর্তকতা (Kalboishakhi Alert South Bengal) জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে সোমবার থেকে সমুদ্র উত্তাল হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। যে কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

এখন প্রশ্ন হল, রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস? আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার মূলত রাজ্যের ৫ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন 👉 La Nina: আসছে লা নিনা, তাপপ্রবাহের পর আরও এক চিন্তা! স্বস্তি নেই বাংলায়

তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। সোমবার থেকে শুধু বৃষ্টি বাড়বে এমন নয়, এর পাশাপাশি টানা শনিবার পর্যন্ত সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে বলে জানানো হয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে কখনো ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কখনো ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।

সোমবার রাজ্যের যে সকল জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া। এই সকল জেলাগুলিতে সোমবার আবার ভারী বৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ঢেউয়ের উচ্চতা থাকতে পারে ০.৫ মিটার থেকে ১.২ মিটার। আবহাওয়ার এই বদলের ফলে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ প্রায় ৪৫ ডিগ্রি পৌঁছে গিয়েছিল সেই সকল জেলায় তাপমাত্রার পারদ নেমে দাঁড়াবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রিতে।