নিজস্ব প্রতিবেদন : রবিবার সকাল থেকেই জল্পনা তৈরি হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে। ব্রিগেড সমাবেশেই এই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বেলা গড়াতে সেই জল্পনাতেই সিলমোহর পড়লো। তৃণমূলের তরফ থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি আরও তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল।
তৃণমূলের তরফ থেকে এদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে রীতিমত চমক লক্ষ্য করা যাচ্ছে। কেননা অভিজ্ঞ বেশ কিছু নেতাদের টিকিট দেওয়ার পাশাপাশি নতুন মুখদের টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের বাইরেরও একাধিক মুখ এবার তৃণমূলের প্রার্থী। যে তালিকায় রয়েছেন ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ। এছাড়াও ৬ জনকে লোকসভার টিকিট দেওয়া হয়েছে যারা দলবদল করে তৃণমূলে (Party changed TMC candidates) এসেছেন।
সম্প্রতি বিজেপি ছেড়ে আসা রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে লোকসভার টিকিট দিল তৃণমূল। তাকে প্রার্থী করা হয়েছে বনগাঁ দক্ষিণের। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মুকুটমনি অধিকারী এবার তৃণমূলের তুরূপের তাস হতে পারে বলেই মনে করা হচ্ছে।
একইভাবে বনগাঁ দক্ষিণের পাশের লোকসভা কেন্দ্র বনগাঁর প্রার্থী হিসেবে তৃণমূল টিকিট দিয়েছে গত বিধানসভা নির্বাচনের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎ দাস ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালে টিকিট পেয়ে ফের বিধায়ক হন। তবে এরপরই আবার তিনি তৃণমূলে ফিরে আসেন।
তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসে নজির সৃষ্টি করা নেতাদের মধ্যে অন্যতম হলেন বিপ্লব মিত্র। তাকে এবার তৃণমূলের তরফ থেকে বালুরঘাটের প্রার্থী করা হয়েছে। বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। তবে পরে তিনি তৃণমূলে যোগ দেন। তাকেও তৃণমূলের তরফ থেকে লোকসভার টিকিট দেওয়া হলো রায়গঞ্জের। কীর্তি আজাদ বিজেপি ও কংগ্রেস হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। প্রাক্তন এই ক্রিকেটারকে এবার তৃণমূল প্রার্থী করলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের। একইভাবে বিজেপি এবং পরে বিজেপি থেকে কংগ্রেস ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শত্রুগ্ন সিনহাকে তৃণমূল টিকিট দিল আসানসোলের।