TMC Lok Sabha 2024 candidates list: ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য ইন, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে আউট হলেন কারা

নিজস্ব প্রতিবেদন : ব্রিগেডের মঞ্চ থেকেই তৃণমূল এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে এমনটাই জল্পনা চলছিল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই জল্পনাতেই শিলমোহর পড়লো। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ২০২৪ লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থীদের তালিকা (TMC Lok Sabha 2024 candidates list)।

উল্লেখযোগ্য হবে এবারের প্রার্থী তালিকায় টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান থেকে শুরু করে দিদি নম্বর ১ এর রচনা ব্যানার্জি জায়গা পেয়েছেন। আবার একইভাবে জায়গা পেয়েছেন তৃণমূলের উঠতি নেতা দেবাংশু ভট্টাচার্য। এর পাশাপাশি নতুন বেশ কিছু মুখকে এবার প্রার্থী তালিকায় জায়গা করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনার এলাকায় এবার তৃণমূলের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগদীশচন্দ্র বসুনিয়া। জলপাইগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্মল চন্দ্র রায়। রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কৃষ্ণ কল্যানী। মালদা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খলিলুর রহমান। মুর্শিদাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু তাহের খান। রানাঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুটমনি অধিকারী। ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পার্থ ভৌমিক।

বারাসাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাকলি ঘোষ দস্তিদার। জয়নগর থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রতিমা মন্ডল। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালা রায়। হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন ব্যানার্জি। শ্রীরামপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিতালি বাগ। কাঁথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তম বারিক।

আরও পড়ুন 👉 BJP 1st Candidate List 2024: বোলপুর সহ ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাংলার ২০

ঝাড়গ্রাম থেকে প্রতিদ্বন্দিতা করবেন কালিপদ সোরেন। পুরুলিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তিরাম মাহাতো। বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজাতা খাঁ। বর্ধমান দুর্গাপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন কীর্তি আজাদ। বোলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অসিত মাল। আলিপুরদুয়ার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রকাশ চিক বড়াইক। দার্জিলিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপাল লামা। বালুরঘাট থেকে প্রতিদ্বন্দিতা করবেন বিপ্লব মিত্র। মালদা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহনেওয়াজ আলী রেহান। বহরমপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন ইউসুফ পাঠান। কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহুয়া মৈত্র। বনগাঁ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ দাস। দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌগত রায়। বসিরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাজী নুরুল ইসলাম। মথুরাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাপি হালদার। যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নী ঘোষ। কলকাতা উত্তর থেকে প্রতিদ্বন্দিতা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উলুবেরিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজদা আহমেদ। হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রচনা ব্যানার্জি। তমলুক থেকে প্রতিদ্বন্দিতা করবেন দেবাংশু ভট্টাচার্য। ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক অধিকারী ওরফে দেব। মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুন মালিয়া। বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে প্রতিদ্বন্দিতা করবেন শর্মিলা সরকার। আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শত্রুঘ্ন সিনহা। বীরভূম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শতাব্দি রায়।

নতুন একাধিক মুখের কারণে পুরাতন বেশ কয়েকজন এবার টিকিট পাননি আর তারা হলেন নুসরত জাহান, মিমি চক্রবর্তী, চৌধুরী মোহন জটুয়া, অপরূপা পোদ্দার, সুনীল কুমার মন্ডল। অন্যদিকে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। তারা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে রয়েছেন। একইভাবে টিকিট পেলেন না বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সাংসদ অর্জুন সিং।