Public Meeting: মোদি, যোগী, মমতা, অভিষেক! ৫ দিন জমজমাট বীরভূম, কে কবে কোথায় আসছেন

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণ করা হচ্ছে। সাত দফায় ভোট গ্রহণ হলেও অবশ্য সব রাজ্যের সাত দফায় হবে না ভোট গ্রহণ। যে সকল রাজ্যের সাত দফায় ভোট গ্রহণ চলছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা কেন্দ্রে ৭ দফায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এই ৭ দফার মধ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে বীরভূমের বীরভূম লোকসভা কেন্দ্র ও বোলপুর লোকসভা কেন্দ্রে। আগামী ১৩ মে রয়েছে ভোট গ্রহণ। আর তার আগে রাজনৈতিক দলগুলির জমজমাট প্রচার লক্ষ্য করা যাচ্ছে বীরভূমের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই প্রার্থীদের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালানোর পাশাপাশি এবার হেভিওয়েটদের পালা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক সভা করতে চলেছেন বীরভূমের বিভিন্ন এলাকায়। বিজেপি এবং তৃণমূল দলীয় সূত্রে এই সকল নেতা-নেত্রীদের জনসভার বিষয়ে ইতিমধ্যেই সূচি পাওয়া গিয়েছে। সূচি অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক কবে কোথায় কার আগমন ঘটবে?

বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সোমবার মিঠুন চক্রবর্তী পথসভা ছিল নলহাটিতে। আবার আজই দুপুর দুটোর সময় জনসভা রয়েছে আকালিপুর, হাঁসনে।

আরও পড়ুন 👉 Baharampur and Murshidabad: বহরমপুরে অধীরের পাল্টা ‘অধীর:, মুর্শিদাবাদের সেলিমের পাল্টা ‘সেলিম’! প্রার্থী তালিকায় ‘খেলা হবে’!

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসতে চলেছেন বীরভূমের সিউড়ি শহরে। সিউড়ির বেণীমাধব স্কুল ময়দানে তিনি জনসভা করবেন।

৩ মে অর্থাৎ শুক্রবার একসঙ্গে বীরভূমে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঐদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন নানুরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করবেন লাভপুরে।

৫ মে রবিবার একসঙ্গে জনসভা করতে বীরভূমে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লাভপুর ও সাঁইথিয়ায় জনসভা করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন বোলপুরে।

এরপর ৬ মে অর্থাৎ সোমবার এবং ৯ মে বৃহস্পতিবার ফের দুটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ মে তার জনসভা রয়েছে বোলপুরে এবং ৯ মে জনসভা রয়েছে রামপুরহাটে।