New Vande Bharat Express for WB: ফের নতুন একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা, চলবে এই রুটে, চালু হবে এই দিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলায় বাড়তে চলেছে বন্দে ভারতের সংখ্যা। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ফের একটি বন্দে ভারত (Vande Bharat Express) চালু হতে চলেছে। এবার অবশ্য নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে চলবে না। চলুন দেখে নেওয়া যাক নতুন বন্দে ভারত এক্সপ্রেস কোথায় থেকে কোন রুটে চলাচল করবে এবং এর উদ্বোধন কবে হতে চলেছে।

Advertisements

বাংলা থেকে ইতিমধ্যেই পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলাচল করছে। পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে চারটি যাতায়াত করে হাওড়া থেকে। যেগুলি হলো হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরি, হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা। একটি বন্দে ভারত যাতায়াত করে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, আর সেই ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত যায়। এবার নতুন যে বন্দে ভারত (New Vande Bharat Express for WB) চালু হতে চলেছে সেটিও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাতায়াত করবে।

Advertisements

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনা পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নতুন যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে সেটি হবে গেরুয়া রঙের। আগামী ১২ মার্চ এই ট্রেনের উদ্বোধন হবে বলেই জানা গিয়েছে রেল সূত্রে। ঐদিন প্রধানমন্ত্রীর নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনার পাশাপাশি দেশজুড়ে ৮৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

Advertisements

আরও পড়ুন ? Virus control Vande Bharat Sleeper: ভাইরাসমুক্ত থেকে নতুন ৩ সুবিধা যুক্ত হতে চলেছে বন্দে ভারত স্লিপারে, জানালেন খোদ রেলমন্ত্রী

যে সকল নতুন প্রকল্পের উদ্বোধন অথবা ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে তার মধ্যে রয়েছে ১৫৮৪ টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল, ৫০টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ১৫টির বেশি কোচ রেস্তোরাঁ ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প যেগুলির বেশ কিছু উদ্বোধন করা হবে, আবার বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত ৪৭১ কিলোমিটার রাস্তা ৭ ঘন্টায় পাড়ি দেবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলবে। ট্রেনটি সকাল ৬টার সময় নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে এবং দুপুর ১টার সময় পাটনা পৌঁছাবে। অন্যদিকে দুপুর ৩টের সময় পাটনা থেকে ট্রেনটি রওনা দেওয়ার পর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে রাত ১০টায়।

Advertisements