Virus control Vande Bharat Sleeper: ভাইরাসমুক্ত থেকে নতুন ৩ সুবিধা যুক্ত হতে চলেছে বন্দে ভারত স্লিপারে, জানালেন খোদ রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : বন্দে ভারত চেয়ার কার অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস এবং নমো ভারত এক্সপ্রেস ট্রেনের পর এখন দেশের মানুষ তাকিয়ে রয়েছেন বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) দিকে। যে দূরত্বের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে তার থেকে বেশি দূরত্বে চালানো হবে এই ট্রেন। ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে বন্দে ভারত স্লিপার তাড়াতাড়ি ট্র্যাকে নামানোর জন্য সমস্ত রকমের কাজ চালানো হচ্ছে।

বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো ট্রেনের কাজ কেমন চলছে তার উপর নজরদারি চালানোর জন্য খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মাঝে মাঝেই তদারকি করতে দেখা যাচ্ছে। এসবের মধ্যেই সম্প্রতি তিনি ভারত আর্থ মুভার্স লিমিটেডের কারখানায় গিয়েছিলেন। যেখানে রেলের তরফ থেকে ১০টি বন্দে ভারত স্লিপার তৈরি করার জন্য বরাত দেওয়া হয়েছে। আর সেখানে পৌঁছে সমস্ত কিছু তদারকি করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভাইরাস মুক্ত হবে বন্দে ভারত স্লিপার (Virus control Vande Bharat Sleeper)।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস এবং নমো এক্সপ্রেসের পর বন্দে ভারত স্লিপার ও বন্দে মেট্রো ট্র্যাকে নামানোর জন্য তৎপরতার সঙ্গে কাজ চালানো হচ্ছে। এই সকল কাজ প্রসঙ্গে জানানোর পাশাপাশি তিনি বন্দে ভারত স্লিপার ট্রেনে নতুন যে সকল সুবিধা পাবেন যাত্রীরা তা সম্পর্কেও জানিয়েছেন। রেলমন্ত্রীর থেকে পাওয়া এই সকল তথ্য বলে দিচ্ছে আগামী দিনে যাত্রীদের বন্দে ভারত স্লিপারে সফর হবে একেবারেই আলাদা।

আরও পড়ুন 👉 Vande Bharat Express Inauguration: চালু হতে চলেছে নতুন এক বন্দে ভারত, সুবিধা পাবেন বাংলার পাশের রাজ্যের বাসিন্দারা

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বার্থে যাত্রীদের বসা থেকে শুরু করে শোয়া ইত্যাদির ক্ষেত্রে যেন আরও সুবিধা প্রদান করা সম্ভব হয় তার জন্য একেবারে নতুন করে বন্দে ভারত স্লিপারের ছাদের ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি এয়ার কন্ডিশনের ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি আধুনিকতা আনা হয়েছে। যার ফলে যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন।

অন্যদিকে বন্দে ভারত স্লিপারে এমন এক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে যার ফলে ট্রেনের মধ্যে ৯৯.৯৯ শতাংশ ভাইরাস নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই ট্রেন হতে চলেছে সম্পূর্ণ ভাইরাস মুক্ত। এছাড়াও ট্রেনের মধ্যে ঝাঁকুনি পাওয়া যাবে না এবং বাইরের শব্দ শুনতে পাওয়া যাবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বন্দে ভারত স্লিপার তৈরীর কাজ শেষ হবে এবং তা দেশের বিভিন্ন রূপে চালানোর বন্দোবস্ত করা হবে বলেই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।