Sealdah Local Trains: ঠাসাঠাসির দিন শেষ, ভিড় কমে যাবে শিয়ালদা লোকালে! মেগা আপডেট দিল রেল

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল রেলস্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম রেল স্টেশন হিসেবে পরিচিত শিয়ালদা রেল স্টেশন (Sealdah Railway Station)। এই রেল স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। যাত্রীদের ব্যাপক চাপের কারণে শিয়ালদা রেল স্টেশলে আসা এবং যাওয়ার প্রত্যেক লোকাল ট্রেনে (Sealdah Local Trains) রীতিমতো ঠাসা ভিড় দেখা যায়।

শিয়ালদা স্টেশনগামী অথবা শিয়ালদা স্টেশন থেকে রওনা দেওয়া প্রত্যেকটি লোকাল ট্রেনে যে পরিমাণ ভিড় দেখা যায় তা সাধারণত অন্য কোন ডিভিশনের লোকাল ট্রেনে দেখা যায় না বললেই চলে। রীতিমত যাত্রীদের বাদুর ঝোলা হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে দেখা যায় এই ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে। তবে এবার এই পরিস্থিতির বদল আসতে চলেছে খুব তাড়াতাড়ি।

রেলের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই ব্যবস্থা অনুযায়ী আশা করা হচ্ছে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে ঠাসাঠাসির দিন শেষ হয়ে যাবে, আগের তুলনায় অনেক স্বাচ্ছন্দে যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে পারবেন। এই ডিভিশনের বিভিন্ন লোকাল ট্রেনের ভিড়ের কথা মাথায় রেখেই রেলের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন ? Largest station in country: সবচেয়ে বড় রেলস্টেশনের তালিকায় হাওড়া, শিয়ালদা কত নম্বরে! জানলে গর্বে বুক ভরে যাবে

আসলে শিয়ালদা ডিভিশনে এতদিন যে সকল লোকাল ট্রেন যাতায়াত করত সেগুলি ছিল ৯ কামরার। কিন্তু এবার এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মের সম্প্রসারণ করে খুব তাড়াতাড়ি ১২ কামরার লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদা ডিভিশনের সমস্ত রুটে ১২ কামরার লোকাল ট্রেন চালানো হবে বলেই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। আর এক একটি ট্রেনে তিনটি করে কামরা বেড়ে যাওয়ার ফলে যাত্রীদের আর ঠাসাঠাসি করে যাতায়াত করতে হবে না।

এক একটি ট্রেনে তিনটি করে কামরা বেড়ে যাওয়া মানে কমকরে আরও ৩০০ জন যাত্রী আরাম করে বসে যাতায়াত করতে পারবেন। এছাড়াও কমকরে আরও ১২০০ জন যাত্রী এক একটি লোকাল ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। স্বাভাবিকভাবেই এই ডিভিশনের বিভিন্ন রুটে যে পরিমাণ যাত্রী চাহিদা রয়েছে তাতে আশা করা হচ্ছে লোকাল ট্রেনের ভিড় কমে যাবে।