List of highest paid actresses in Bollywood: বলিউডে আজও নায়কভিত্তিক সিনেমার তুলনায় নায়িকা ভিত্তিক সিনেমা খুবই কম তৈরি হয়। তাই নায়কদের তুলনায় নায়িকাদের পারিশ্রমিকটাও বেশ কম। তবে হতে গোনা দীপিকা পাডুকোন বা আলিয়া ভাটদের মত কিছু অভিনেত্রীই আছেন যারা সিনেমা প্রতি মোটা টাকা চার্জ করেন। তবে তারা ছাড়াও বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা অভিনয় করার জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আজকের প্রতিবেদনে তেমনি কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করা হলো যারা এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত (Highest Paid Actress) অভিনেত্রী।
নয়ন তারা
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়ন তারা কিছুদিন আগেই বলিউডের জওয়ান সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছে। তার অভিনয়ের জন্য তিনি বর্তমানে দুই থেকে দশ কোটি টাকা চার্জ করে থাকেন।
ঐশ্বর্য রাই বচ্চন
মিস ওয়ার্ল্ড 1994 ঐশ্বর্য রাই, ভারতীয় চলচ্চিত্র জগতের সাফল্যের চূড়ায় থাকা এই অভিনেত্রী প্রতিটি সিনেমায় তার উপস্থিতির জন্য ১০ থেকে ১২ কোটি টাকা (Highest Paid Actress) ধার্য করে থাকেন।
কঙ্গনা রানাওয়াত
বলিউডের কন্ট্রোভারসির চূড়ায় থাকা “কুইন” খ্যাত এই অভিনেত্রী তার প্রতিটি কাজের জন্য 15 থেকে 27 কোটি টাকা বেতন (Highest Paid Actresess) নিয়ে থাকেন।
করিনা কাপুর খান
বলিউডের চর্চিত পরিবার কাপুর পরিবারের মেয়ে এবং পতৌদি রাজ পরিবারের বউ কারিনা কাপুর খান তার প্রত্যেকটি কাজের জন্য 10 থেকে 15 কোটি টাকা ধার্য করেন।
আলিয়া ভাট
আলিয়া ভাট তার প্রত্যেকটি কাজের জন্য ১০ থেকে কুড়ি কোটি টাকা নিয়ে থাকেন।
দীপিকা পাড়ুকোন
একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী বর্তমানে নিজেকে অন্তঃসত্ত্বা বলে ঘোষণা করেছেন। তিনি প্রত্যেকটি কাজের জন্য ১৫ থেকে ৩০ কোটি টাকা নিয়ে থাকেন।
ক্যাটরিনা কাইফ
ভিকি কৌশলের ঘরণী এই ব্রিটিশ অভিনেত্রী তার প্রতিটা কাজের জন্য নিয়ে থাকেন ১৫ থেকে ২১ কোটি টাকা।
আনুষ্কা শর্মা
সম্প্রতি দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর বর্তমানে ছুটিতে থাকা এই অভিনেত্রী সিনেমা প্রতি আট থেকে ১2 কোটি টাকা ধার্য করে থাকেন।
প্রিয়াঙ্কা চোপড়া
মিস ওয়ার্ল্ড ২০০০ এর বিজেতা প্রিয়াঙ্কা চোপড়া, বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা প্রমাণ করেছেন। বর্তমানে দুই দেশের কাছে খুব জনপ্রিয় এই অভিনেত্রী সর্বাধিক বেতন (Highest Paid Actresses) নিয়ে থাকেন। সিনেমা প্রতি তিনি ১৫ থেকে ৪০ কোটি টাকা ধার্য করেন।