Bollywood Actress Educational Qualification: কেউ সিক্স ফেল, কেউ স্কুলছুট, জানুন অভিনয়ে তুখোড় এই ৬ বলি নায়িকার বিদ্যের দৌড়

Prosun Kanti Das

Published on:

Know about Educational Qualification of some Bollywood Actress: বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তারা প্রত্যেকেই। অভিনয়ের দক্ষতায় একে অন্যকে সহজেই টেক্কা দিতে পারেন তারা। তাদের অভিনয় দক্ষতায় হিট হয়েছে একের পর এক বলিউড সিনেমা। কিন্তু জানেন কি বলিউডের বিখ্যাত এই নায়িকা দের বিদ্যের দৌড় ঠিক কতটা? সাধারণ মানুষের কাছে আইডল এই সব নায়িকাদের মধ্যে কেউ কেউ আবার নাকি স্কুলের গন্ডী ও পেরোয়নি। জেনে নিন বলিউডের বিখ্যাত এই বলি নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা।

১) কাজল

অভিনেত্রী কাজলের শিক্ষাগত যোগ্যতার (Bollywood Actress Educational Qualification) কথা জানা যায় খুব ছোটবেলাতে পড়াশুনা ছেড়ে দিয়েছেন তিনি। খুব অল্প বয়সেই অর্থাৎ মাত্র ১৬ বছর বয়সে রাহুল রাওয়ালের ছবি ‘বেখুদি’ তে অভিনয় করেছিলেন অজয় দেবগনের ঘরণী। সেই সময় শ্যুটিংয়ের ব্যস্ততার জন্য স্কুলে যাওয়া বন্ধ করতে হয়। পরে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

২) করিশ্মা কাপুর

কাপুর পরিবারের কন্যা করিশ্মা কাপুরও খুব অল্প বয়সে অভিনয় শুরু করেন। তিনি ক্লাস সিক্সে পড়াকালীন পড়াশোনা (Bollywood Actress Educational Qualification) ছেড়ে চলে আসেন অভিনয় জগতে।

৩) ক্যাটরিনা কাইফ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনার ছোটবেলায় তার বাবা ও মা এর বিবাহ বিচ্ছেদ হয়। মায়ের কাছেই বড় হন ক্যাটরিনা ও তার বোনেরা। তার মায়ের কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হত তাদের। তাই প্রথাগত শিক্ষাগ্রহণ না করে বাড়িতে শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন তিনি।

৪) আলিয়া ভাট

আরও পড়ুন ? Shah Rukh Khan: গাড়ি, বাড়ি, বাংলো! কি-না নেই, কত টাকার মালিক বলিউড বাদশা শাহরুখ খান

জমুনাবাই নার্সি স্কুলে পড়তেন অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে অভিনয়ে চলে আসেন তিনি। জানা যায় ক্লাস টেন এর পরীক্ষায় ৭১ শতাংশ পেয়েছিলেন। এরপর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর অফারও পান। তবে আর পড়াশোনা না চালিয়ে অভিনয়ে চলে আসেন তিনি।

৫) কঙ্গনা রানাওয়াত

বলিউডের স্বনামধন্য এই নায়িকার অভিনয় প্রসঙ্গে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখেনা। কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা (Bollywood Actress Educational Qualification) হিসাবে জানা যায় ক্লাস টুয়েলভ এর পরীক্ষায় ফেল করেছিলেন কঙ্গনা। তারপর পড়াশোনা ছেড়ে চলে দিল্লিতে এসে শুরু করেন মডেলিং। এর কিছুদিন পর থিয়েটারে অভিনয় ও পড়ে মুম্বইতে এসে যোগ দেন বলিউডে।